সাম্প্রতিক খবর

অক্টোবর ২০, ২০১৯

বানতলায় ৫৪০ কোটি টাকার লগ্নি

 বানতলায় ৫৪০ কোটি টাকার লগ্নি

বানতলা চর্মনগরীর পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার খরচ করছে ৫৪০ কোটি টাকা। কলকাতায় ইন্ডিয়া লেদার অ্যান্ড অ্যাক্সেসরিজ ফেয়ার, ২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান শিল্পবাণিজ্য ও অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি বলেন, ‘বর্তমানে বানতলায় ক্যালকাটা লেদার কমপ্লেক্সে ২ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ কাজ করছেন। আগামী কয়েক বছরে সেখানে ৮০,০০০ কোটি টাকা লগ্নি হবে এবং আরও ৫ লক্ষের বেশি কর্মসংস্থান হবে। আমাদের লক্ষ্য বানতলাকে বিশ্বের এক নম্বর লেদার কমপ্লেক্স হিসাবে প্রতিষ্ঠিত করা।’

বানতলায় চারটি নতুন কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট (সিইটি) প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। কানপুর থেকে আরও ১০০টি ট্যানারি বানতলায় আসতে আগ্রহী। এজন্য মোট ৮০ একর জমি প্রয়োজন।

সৌজন্যে: এই সময়