সেপ্টেম্বর ১৩, ২০১৮
পুজোর আগে বেতন বাড়ল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের

পুজোর আগে সুখবর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অক্টোবর মাস থেকেই তাঁদের বেতন বাড়তে চলেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার সরকারি শিলমোহর পড়ে গেল।
৫৫০০ টাকা থেকে এক ধাক্কায় ২৫০০ টাকা বেতন বাড়ানো হচ্ছে তাঁদের। ১ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন বেতন। সেক্ষেত্রে প্রতিমাসে ৮০০০ টাকা বেতন পাবেন তাঁরা। এর জন্য কোষাগার থেকে অতিরিক্ত ৩৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা খরচ করতে হবে রাজ্যকে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১,২০,০০০ সিভিক ভলেন্টিয়ার।
তাছাড়া যাঁরা বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে হোম গার্ড ও পরে কনস্টেবল করে নেওয়ারও পদ্ধতি শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার সিভিক ভলান্টিয়ারদের সরাসরি পুলিশকর্মী হওয়ার সুযোগ থাকল। সিভিকদের পাশাপাশি জুনিয়র হোম গার্ডদেরও বেতন বাড়ানো হল।