অক্টোবর ৩০, ২০১৯
মহিলাদের জীবিকামুখী প্রশিক্ষণ দেবে শ্রম দপ্তর

জীবিকার সন্ধানে যেসকল মহিলা আছেন তাঁদের কাজ পেতে সাহায্য করার লক্ষ্যে উদ্যোগী হল রাজ্য শ্রম দপ্তর। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্তকরা মহিলাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ শিবির চালাচ্ছে। প্রশিক্ষণ মূলত দেওয়া হচ্ছে বাড়িতে রোজকার জীবনে কাজে লাগে এমন বিভিন্ন যন্ত্রপাতি চালানো শেখানো এবং এই সকল যন্ত্র চালাতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিৎ এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া শেখানো মূলত শিশু ও বয়স্কদের। এছাড়া, কম্পিউটার ও ব্যাঙ্কিং প্রশিক্ষণও দেওয়া হয় প্রশিক্ষণ শিবিরগুলিতে।
মহিলাদের বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি ব্যাচে থাকে ২৫ জন মহিলা। ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত ৩৫৫টি ব্যাচ প্রশিক্ষণ লাভ করেছে।
এখন পর্যন্ত আনুমানিক সরকারের প্রশিক্ষণ পাওয়া মহিলার সংখ্যা প্রায় ৮৭৮৭ জন। গত আর্থিক বছরে সরকার এই প্রশিক্ষণ প্রদান বাবদ খরচ করেছে ২.৬৩ কোটি টাকা।
প্রসঙ্গত, রাজ্য সরকার ২০১৮-১৯ আর্থিক বছর থেকে বেকার যুবদের জন্য তিন মাসের পাট বোনা ও বিভিন্ন পাটের সামগ্রী তৈরী করার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এছাড়া থিওরিটিকাল ক্লাস করানো হচ্ছে বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। এই উদ্যোগের ফলে পাটশিল্পে দক্ষ কর্মীর চাহিদা মেটানো যাবে।
যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের বিনামূল্যে থাকা, খাওয়ার ব্যবস্থা ছাড়াও থিওরিটিকাল ক্লাসের জন্য প্রতিদিন ১০০ টাকা, প্রশিক্ষণের প্রথম ৪৫ দিন রোজ ১৮০ টাকা ও শেষ ১৫ দিন দৈনিক ২৫০ টাকা দেওয়া হচ্ছে। জঙ্গলমহলের যুবদের দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।