সেপ্টেম্বর ৬, ২০১৯
সনাতন চিকিৎসায় এক অন্য মাত্রা যোগ করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন চিকিৎসায় এক নতুন অধ্যায় যোগ করলেন। এই বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে।
হাসপাতাল ও পাঠ্যসূচী
হাওড়া জেলার বেলুড়ে আনুমানিক ৬৭ কোটি টাকা ব্যয়ে একটি যোগ ও নেচারোপ্যাথি কলেজ ও হাসপাতাল তৈরী করা হবে। এই কলেজে শয্যা সংখ্যা হবে ১০০টি এবং আসন সংখ্যা হবে ৬০টি।
মেদিনীপুরে একটি ৫০ শয্যার আয়ুষ হাসপাতাল তৈরী করা হচ্ছে যা এই অর্থবর্ষের মধ্যেই চালু হয়ে যাবে।
নদীয়া জেলার কল্যাণী টিবি স্যানাটরিয়াম প্রাঙ্গণে রাজ্য সরকার ১০ একর জমি দিচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইন্সটিটিউট অন যোগা অ্যান্ড নেচারোপ্যাথি তৈরী করতে।
বেসরকারি গবেষণাগারের সঙ্গে একযোগে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালে বিনামূল্যে প্যাথোলজিকাল ও বায়োকেমিক্যাল পরীক্ষা করা হয়।
দুটি নতুন স্নাতকোত্তর কোর্স শুরু করা হয়েছে। এই কোর্স দুটি হলঃ- কলকাতা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬ আসন বিশিষ্ট প্র্যাক্টিস অফ মেডিসিন এবং মহেশ ভট্টাচার্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬ আসন বিশিষ্ট মেটেরিয়া মেডিকা।
সুবিধা
তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার সবসময় আয়ুষ পরিকাঠামোকে ঢেলে সাজানোর চেষ্টা করেছে। আয়ুষ চিকিৎসা খুব সাশ্রয়ী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে আয়ুষ বিভাগ খোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আয়ুষ হাসপাতাল নির্মাণ করা হয়েছে।