সাম্প্রতিক খবর

অগাস্ট ৩০, ২০১৯

সঠিক সার ব্যবহারের জন্য কৃষকদের পাঠ দেবে রাজ্য সরকার

সঠিক সার ব্যবহারের জন্য কৃষকদের পাঠ দেবে রাজ্য সরকার

কৃষি দপ্তর রাজ্য জুড়ে কৃষকদের মধ্যে সঠিক সার ব্যবহারের সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচী গ্রহণ করেছে। যথেচ্ছ সার ব্যবহার, রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহারে উৎসাহিত করবে তাঁরা।

কীটনাশকের মান উন্নত করতে বিভিন্ন কীটনাশকের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সরকার চালিত বিভিন্ন গবেষণাগারে এই পরীক্ষা করা হবে।

গাছ নিরাপত্তা শাখা বায়ো ডেমন্সট্রেশন প্রকল্প চালাচ্ছে, এই প্রকল্পে বীজের পরীক্ষা করে প্রকৃতির ক্ষতি আটকানো। 

খারাপ আবহাওয়ার জন্য নানারকম ফসলের ক্ষতির দিক থেকেও বাঁচাবে এই উদ্যোগ।