সেপ্টেম্বর ১৬, ২০১৯
উইপ্রোকে জমির স্বত্ব দিল রাজ্য সরকার

নিউটাউনে উইপ্রোকে ৯৯ বছরের জন্য ৫০ একর জমির স্বত্ব দিল তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। এর মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে ৪৯ শতাংশ এবং বাকি অংশ অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে।
অন্যান্য রাজ্যের মত বাংলার সরকারও এসইজেডের পক্ষপাতী নয়। কিন্তু এই স্বত্বদানের ফলে উইপ্রো অনেক সুবিধা পাবে।
প্রসঙ্গত, রাজ্য সরকার একই স্বত্ত্বে ইনফোসিসকে জমি দিয়েছে। এবার উইপ্রোকেও একই সুবিধা দেওয়ায় বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগে আরও উৎসাহী হবেন।
অর্থ দপ্তরের আধিকারিকদের মতে এই জমি হস্তান্তর সম্পন্ন হলে, উইপ্রো আর কোনও সরকারি দপ্তরে ঘোরাঘুরি না করে নিজেদের প্রয়োজনীয় কাজ সেখানে করতে পারবে। রাজ্য সরকার বিশ্বাস করে – ন্যুনতম শাসনই সেরা শাসন।