ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আপৎকালীন সাহায্যের জন্য স্থানীয় ক্লাবগুলিকে প্রশিক্ষণ দেবে দমকল

কলকাতার বিভিন্ন ক্লাবের সদস্যদের প্রশিক্ষণ দেবে সিদ্ধান্ত নিয়েছে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর। এর ফলে আপৎকালীন পরিস্থিতিতে সেই ক্লাবের সদস্যেরা তাদের স্থানীয় অঞ্চলে সাহায্য করতে পারবে। কলকাতা বইমেলায় একটি অনুষ্ঠানে দমকল মন্ত্রী এই ঘোষণা করেন।
মন্ত্রী বলেন, যদি তৃণমূল স্তরে সচেতনতা বাড়ানো যায়, আগুন নেভানো আরও সহজে এবং কম সময়ে করা সম্ভব হবে। ক্লাবগুলিকে প্রাথমিক অগ্নি নির্বাপনের জন্য যন্ত্রপাতিও দেওয়া হবে।
কোনও নির্দিষ্ট এলাকার দমকল দপ্তরের অফিসার ইন চার্জ সেই অঞ্চলের ক্লাবের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে থাকবেন।
বইমেলার ওই অনুষ্ঠানে অগ্নি নির্বাপন বিষয়ক একটি পুস্তিকা প্রকাশ করা হয়। মন্ত্রী আরও বলেন, স্কুলের পাঠ্যক্রমে অগ্নি নির্বাপন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখছে দপ্তর। এ বিষয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে খুব শীঘ্র তাঁরা আলোচনায় বসবেন।
ফাইল ফটো