ফেব্রুয়ারি ২৫, ২০১৯

রাজ্যে ২৫টি সাইবার ক্রাইম থানা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগেই তিনি অভিযোগ করেছিলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তিমূলক খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। ফলে রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তার জন্য এ বার ২৪টি সাইবার ক্রাইম থানা তৈরী করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এছাড়াও একটি অতিরিক্ত সাইবার ক্রাইম সেলও তৈরী করা হবে।
গত ২১শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের এই পরিস্থিতিতে সরকার উদ্বিগ্ন। এ ভাবে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে অনেক নিরীহ মানুষকে। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বরদাস্ত করবেন না। রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, রাজ্যের ২৪টি জেলায় ২৪টি সাইবার ক্রাইম থানা তৈরী করা হবে। এছাড়াও শিলিগুড়ি সিআইডিতে তৈরী করা হবে একটি সাইবার সেল। এই সাইবার ক্রাইম থানাতে ২৪৮টি নতুন পদ তৈরী করা হয়েছে। শিগগির এই পদগুলিতে নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
পুলওয়ামাতে জঙ্গি হামলার পরেও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে বেশ কিছু কাশ্মীরি যুবক মানুষের রোষের মুখে পড়েন। খোদ কলকাতাতেই মার খেতে হয় এক কাশ্মীরি শালওয়ালাকে। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবুদুল্লাহর টুইটের পরে এই ঘটনায় ব্যবস্থাও নিয়েছে রাজ্য। টুইট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ওমর।
ফাইল ফটো