January 18, 2017
Startups to be showstoppers at Bengal Global Business Summit 2017

Startups will be the toast of Bengal Global Business Summit (BGBS) 2017 with some of the biggest entrepreneurs in recent times, from a taxi aggregation that has revolutionised urban transport in India to an online grocery that has transformed the lives of working couples, and a fast food chain that started its journey from Kolkata and has branches in 10 cities now, participating in the two-day event beginning Friday.
The startup event is being organised in association with the Indian Institute of Management, Calcutta. CEO of Innovation Park in IIM-C feels the programme will be a big help in building a startup ecosystem in the east. With startups constituting a major part of the Indian economy in terms of market capitalization, attracting investments and generating jobs, the participation of big names in the sector augers well for Bengal.
There is a session on venture capital and private equity funds on Saturday that will see the participation of Sequoia Capital and Calcutta Angels, among others.
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র কেন্দ্রবিন্দুতে থাকবে স্টার্ট-আপ
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য় স্টার্ট-আপ হতে চলেছে ‘মধ্যমণি’। সাম্প্রতিককালের কিছু নামকরা স্টার্ট-আপের প্রতিনিধিরা থাকবেন এই সম্মেলন। থাকবে একটি ভারতীয় অনলাইন ট্যাক্সি পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে শুরু করে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার স্টার্ট-আপ ও। অংশগ্রহণ করবে কলকাতায় যাত্রা শুরু করা ফাস্ট ফুড চেন যা ছড়িয়ে পড়েছে দেশের আরও ১০টি শহরে।
স্টার্ট-আপ নিয়ে ‘সেশন’টি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতার সহযোগিতায়। আইআইএম কলকাতা’র ইনোভেশান পার্কের সিইও মনে করেন পূর্ব ভারতে স্টার্ট-আপ ইকোসিস্টেম তৈরী করতে সাহায্য করবে এই সম্মেলন।
ভারতীয় অর্থনীতিতে এখন স্টার্ট-আপ গুলির অবদান অপরিসীম। স্বাভাবিকভাবেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্টার্ট-আপের ওপর জোর দেওয়াতে বাংলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।