সেপ্টেম্বর ৩, ২০১৯
এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নতুন বাজেট পরিষেবা

রাজ্যে পিজি হাসপাতালের ঐতিহ্যবাহী উডবার্ন ব্লকে ইতিমধ্যে এই বাজেট পরিষেবার পেয়িং ওয়ার্ড চালু করেছে। এই মডেল অসম্ভব সাফল্যও পেয়েছে।এখানে প্রাইভেট নার্সিংহোমের থেকে অনেক কম টাকায় চিকিৎসা পাওয়া যায়। যাদের মোটামোটি চিকিৎসা ভার বইবার সামর্থ আছে তারা এখানে চিকিৎসা পাবেন।
এক বছরের কিছু বেশীদিন হল চালু হওয়া এই মডেলে সরকারের উডবার্নের মাত্র ১৬টি বেড থেকে মাসে নিট আয় হচ্ছে ছয় লক্ষ টাকা। গত বছর ২৬ মে সবার জন্য খুলে দেওয়া হয়েছিল পিজি’র এই ওয়ার্ডের একটি উইং।
সবসুদ্ধ ১৬টি কেবিনের মধ্যে ১০টি ছোট কেবিন। কেবিনপিছু ভাড়া ২৫০০ টাকা। আর বড় কেবিনপিছু ভাড়া চার হাজার টাকা।
সৌজন্যেঃ বর্তমান