সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৪, ২০১৯

পিঙ্ক ট্যাক্সির সূচনায় মহিলার ক্ষমতায়নই

পিঙ্ক ট্যাক্সির সূচনায় মহিলার ক্ষমতায়নই

গত ২০শে ফেব্রুয়ারি নবান্ন থেকে মহিলা চালিত দশটি পিঙ্ক ক্যাব পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সুখবরও তিনি দিলেন রাজ্যের মহিলাদের। নারী ক্ষমতায়নের লক্ষ্যে গতিধারা প্রকল্পের আওতায় পিঙ্ক ক্যাবের মালিক মহিলারা দেড়লাখ টাকা করে ভর্তুকি পাবেন। গতিধারা প্রকল্পে পুরুষরা পান এক লাখ টাকা।

পরিবহণ পরিষেবায় মহিলাদের আরও বেশি সংখ্যায় অংশ নেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিবহণের উন্নয়নে মহিলারা তো আমাদের সহসঙ্গী। আমরা মহিলা-চালিত পিঙ্ক ক্যাবও চালু করলাম। রাজ্যে মহিলা ক্ষমতায়নের পথে এটা বড় পদক্ষেপ। সেই উদ্দেশ্যেই পিঙ্ক ক্যাবের মহিলাদের আমরা দেড় লাখ টাকা করে ভর্তুকি দেব।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘গতিধারা প্রকল্পে ৩৬ হাজার যুবক-যুবতী ভর্তুকি পেয়েছেন। জলধারায় ১ লক্ষ উপকৃত হয়েছেন। গত সাড়ে সাত বছরে ২১০০ নতুন বাস এবং ৫০ হাজার গাড়ি আনা হয়েছে। মহিলাদের জন্য গাড়ির সংখ্যা আরও এক হাজার বাড়বে। এতে কর্মসংস্থানেরও প্রসার হচ্ছে। এটাও বলব, পরিবহণ দপ্তর ভাল কাজ করছে। বনধের দিনও এখন বাসের চাকা থামে না।’

সৌজন্যেঃ এই সময়

ফাইল ফটো