অক্টোবর ২৭, ২০১৯
পুজোয় রেশনে বিশেষ বরাদ্দ

দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে রেশন গ্রাহকদের জন্য ভোজ্য তেল, ময়দা, চিনির বিশেষ বরাদ্দ করল খাদ্য দপ্তর। অন্ত্যোদয় অন্নযোজনা ও বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের রেশন গ্রাহকরা অক্টোবর-নভেম্বর মাসে দুই পর্যায়ে এগুলি পাবেন। প্রথম পর্যায়ে পাওয়া গেছে ১লা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর। দ্বিতীয় দফায় পাওয়া যাবে ২২শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর।
খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে দুই দফায় পরিবার পিছু ৫০০ গ্রাম করে চিনি ও ময়দা বরাদ্দ করা হয়েছে। দাম পড়বে যথাক্রমে ৩২ ও ২৩ টাকা কিলো। দু’টি পণ্যের জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে। কাচ্চি ঘানি সরষের তেলের এক লিটারের প্যাকেট দেওয়া হবে ৯৭ টাকায়।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষেও বিশেষ বরাদ্দ করেছিল খাদ্য দপ্তর।