সাম্প্রতিক খবর

অক্টোবর ১৫, ২০১৯

বাংলার জন্য এক বিশেষ দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জন্য এক বিশেষ দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

“সব দিনই বিশেষ দিন। কোনও কোনও দিন অন্যান্য দিনের থেকে বেশী তাৎপর্যপূর্ণ হয়।” সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সভাপতি হিসেবে নিযুক্তি এবং ডঃ অভিজিৎ বিনায়ক ব্যানার্জির অর্থনীতিতে নোবেল জয়ের পর এমনটাই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “কিছুদিন আগেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালিত হল। আজও উৎসব পালনের কারণ আছে। খেলাধুলো এবং অর্থনীতি – দুটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রের দুটি অসাধারণ খবরের জন্য।”

মুখ্যমন্ত্রী আরও লেখেন, “সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেশকে সমৃদ্ধ করেছেন। তিনি একজন বিশিষ্ট ব্যাটসম্যান যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। সৌরভ এক নতুন অধ্যায় শুরু করলেন। সর্বসম্মতিতে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।”

“এই খবরের কয়েক ঘন্টা পরেই অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেলেন ডঃ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তিনি কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুল ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী। তাঁর স্ত্রী এস্থার ডাফলোকেও এই সাফল্যের জন্য শুভেচ্ছা।” ফেসবুকে লিখেছেন তিনি।

 

All days are special. Some days are more special than others. I'm feeling overjoyed today. The Pujos were a grand…

Mamata Banerjee यांनी वर पोस्ट केले सोमवार, १४ ऑक्टोबर, २०१९