সেপ্টেম্বর ৫, ২০১৯
এসে গেল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বিশেষ সেল ও হেল্পলাইন
রাজ্যের সকল অনগ্রসর শ্রেণীর মানুষের অভাব অভিযোগ জানতে ও তার সমাধান করতে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর চালু করল বিশেষ সেল ও একটি টোল ফ্রী হেল্পলাইন। এর পাশাপাশি মেসেজ ও হোয়াটস অ্যাপের জন্যও একটি নম্বর দেওয়া হয়েছে।
টোল ফ্রী নম্বরটি হল, ১৮০০৫৭২৭৭৩০ এবং মেসেজ তথা হোয়াটস অ্যাপের জন্য নম্বরটি হল, ৯১৮৫৮২৯৫৬৫৫৫।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর মানুষদের জাতি শংসাপত্র পেতে যাতে কোনও অসুবিধা না হয়। সেই লক্ষ্য পূরণ করতেই এই পদক্ষেপ। গত ২রা জুলাই মুখ্যমন্ত্রী রাজ্যের ৮৪ জন তপশিলি জাতি ও উপজাতির বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। তারপর বিধানসভা সমস্ত আধিকারিকদের নির্দেশ দেয় স্কুল, কলেজে ভর্তি হতে বা, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিতে যেহেতু জাতি শংসাপত্র জরুরী, সেহেতু শংসাপত্র দেওয়ার কাজে আরও জোর দিতে।
এজন্য, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমানের জেলাশাসকরা বিভিন্ন ব্লকে গিয়ে এই কাজ পরিদর্শন করছেন।
প্রসঙ্গত, বিভিন্ন জেলায় ক্যাম্প করে গত তিন সপ্তাহে ৯০ হাজারের বেশী জাতি শংসাপত্র প্রদান করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।