সেপ্টেম্বর ২৪, ২০১৮
এবার ইলেক্ট্রনিক সামগ্রীও মিলবে রেশন দোকানে

এবার রেশন দোকানে ইলেক্ট্রনিক সামগ্রীও পাওয়া যাবে। কম দামে যাতে সাধারণ মানুষ ইলেক্ট্রনিক সামগ্রী কিনতে পারেন, সেই উদ্দেশ্যে রেশন দোকানগুলিকে ‘মিনি শপিং মলে’ রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
গত ১৩ই সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন, এখন থেকে রাজ্যের সমস্ত রেশন দোকানে টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্র পাওয়া যাবে।
এক নামী বিপণন সংস্থার ৪০৩টি সামগ্রী উত্তর ২৪ পরগনা জেলার ১১৭১টি রেশন দোকানে পাওয়া যাবে। সেই উপলক্ষেই খাদ্য ভবনে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানেই এই ঘোষণা করেন খাদ্য মন্ত্রী।
২০১৮ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে ফিউচার গ্ৰুপের সঙ্গে এক মৌ স্বাক্ষর করে রাজ্য সরকার। এর ফলে এই গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে রেশন দোকানেও।