সেপ্টেম্বর ২৮, ২০১৯
মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম ‘মাটি’

মহালয়ার পুণ্য তিথিতে মুক্তি পেতে চলেছে গানের অ্যালবাম ‘মাটি’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে ওই অ্যালবামের সাতটি গান গেয়েছেন নামী সঙ্গীতশিল্পীরা। মহালয়ার দিন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ।
পুজো এলেই সুর-রসিকরা নতুন গানের খোঁজ করেন। তাঁদের হাতে আসছে নতুন গানের ডালি।
এই অ্যালবামে শিল্পী মনোময় ভট্টাচার্য গেয়েছেন মা দুর্গাকে নিয়ে ‘মা গো তোমার ভালোবাসায়’। অ্যালবামের প্রথম গান ‘পাহাড় কাঁদে সবুজ কাঁদে’ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গেয়েছেন। শিল্পী লোপামুদ্রা মিত্র ‘ছিল একটা ছোট্ট মেয়ে’ গানটি গেয়েছেন। এ ছাড়া জোজো গেয়েছেন মজার গান ‘ইকি উকি বুকি হাম্বা হাম্বা হো।’ শিল্পী শান্তনু রায়চৌধুরীও গেয়েছেন একটি গান।
সৌজন্যেঃ এই সময়