Latest News

October 9, 2017

Some of the best Durga idols to be preserved

Some of the best Durga idols to be preserved

Many of the idols created for Durga Puja are works of exquisite art and hence, worthy of preservation. Taking this into consideration, the State Government, as well as some private individuals and organisations, are going to turn some of the best Durga idols of Kolkata and its suburbs into permanent exhibits.

The idol carved out of mahogany wood by the famous artiste, Bhabatosh Sutar, created for Chetla Agrani, will be permanently preserved at Eco Park by the State Government. This is being done at Eco Park for the last few years.

Bhabatosh Sutar is himself involved in a preservation. The 6 feet-tall terracotta idol of Baidyabagan Nabapally at Singhi More in Amtala, made in the traditional style by veteran artiste, Biswanath Kumbhakar of Panchmura in Bankura, is going to be preserved at the artistes’ conclave, Chander Haat, at Barisha, on the outskirts of Kolkata.

Another venue for preservation is the Phire Dekha (meaning ‘looking back’) gallery beside Rabindra Sarovar Lake. Since the gallery is being renovated, no clay idols have been chosen for preservation this year. instead four fibre glass idols are being preserved – the ones exhibited at Jagat Mukherjee Park, Shiv Mandir, Buroshibtala and Barisha Udayan Pally.

 

সংরক্ষিত হচ্ছে সেরা কয়েকটি দুর্গামূর্তি

সরকারি ও ব্যাক্তিগত উদ্যোগে সংরক্ষিত হচ্ছে শহর কলকাতা ও শহরতলির কয়েকটি নজরকাড়া প্রতিমা।

পরিত্যক্ত মেহগনি গাছের গুঁড়ি খোদাই করে চেতলা অগ্রণীর জন্য দুর্গামূর্তি গড়েছিলেন শিল্পী ভবতোষ সুতার। রেড রোডের কার্নিভালে অংশ নেওয়ার পর মূর্তিটি নিয়ে যাওয়া হয় ইকো পার্কে। সেখানেই স্থায়ী ঠিকানা কাঠের দুর্গামূর্তিটির। এই মূর্তির স্রষ্টা ব্যক্তিগত উদ্যোগে সংরক্ষণ করছেন টেরাকোটার এক দুর্গামূর্তি।

আমতলা সিংহী মোড়ের বৈদ্যবাগান নবপল্লীবাসীবৃন্দের পুজোর জন্য প্রথাগত পদ্ধতিতে দুর্গামূর্তিটি গড়েছেন বাঁকুড়া পাঁচমুড়ার প্রবীণ শিল্পী বিশ্বনাথ কুম্ভকার। প্রায় ৬ফুট উঁচু টেরাকোটার মূর্তিটি বড়িশায় শিল্পীদের সংগঠন চাঁদের হাটের কর্মশালায় স্থায়ী ভাবে স্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।

গত ক’বছরের মতো এবারও রবীন্দ্র সরোবর লাগোয়া গ্যালারিতে সংরক্ষিত হচ্ছে কলকাতার নজরকাড়া কয়েকটি প্রতিমা। ‘ফিরে দেখা’ গ্যালারিটিকে বর্তমানে নবরূপে সাজাবার কাজ চলছে। সেজন্য সম্ভবত এবছর কোনও মাটির প্রতিমা সংরক্ষিত হচ্ছে না। চারটি ফাইবারের দুর্গামূর্তি সংরক্ষণের জন্য বাছাই করা হয়েছে। জগৎ মুখার্জি পার্ক, শিবমন্দির, বুড়োশিবতলা ও বড়িশা উদয়ন পল্লীর প্রতিমা চারটি এখানে সংরক্ষণের জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে।

Source: Aajkal