সেপ্টেম্বর ১৫, ২০১৯
পুজোর সময় থেকে হাউসবোট পরিষেবা শুরু করছে রাজ্য সরকার

কাশ্মীর, কেরলের ধাঁচে এই রাজ্যেও হাউসবোট পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার। দুর্গাপুরে রাজ্য সরকারের একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী। আপাতত ছ’টি হাউসবোট তৈরি করা হয়েছে। আগামী দিনে আরও দু’টি তৈরি করা হবে।
পুজোর সময়ে প্রথম পর্যায়ে ছ’টি হাউসবোট চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। কলকাতা, চন্দননগর, গজলডোবা ও মুকুটমণিপুরে এই পরিষেবা শুরু করা হবে। পরবর্তী পর্যায়ে জেলার কয়েক’টি নদীকে কেন্দ্র করে হাউসবোট পরিষেবা শুরু করতে চাইছে রাজ্য পর্যটন দপ্তর। এ বার পুজোর মরসুম থেকেই এই পরিষেবা মিলবে।
প্রথম পর্যায়ে যে ছ’টি হাউসবোট তৈরী করা হয়েছে তার মধ্যে দু’টি হাউসবোট কনফারেন্সের জন্য ভাড়া দেওয়া হবে। বাকি দু’টি হাউসবোট তৈরী করা হয়েছে ছোটখাট কোনও অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য। এই হাউসবোটে প্রায় ৭০ জন এক সঙ্গে কোনও অনুষ্ঠান করতে পারবেন। বাকি দু’টি বোট সাধারণ পর্যটকদের ভাড়া দেওয়া হবে। একটি বোট থাকবে উত্তরবঙ্গের গজলডোবাতে। আর একটি থাকবে বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে। দ্বিতীয় পর্যায়ে মাইথন জলাধারে একটি হাউসবোট চালু করার পরিকল্পনা আছে পর্যটন দপ্তরের।
সৌজন্যেঃ এই সময়