সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৪, ২০১৯

সিঙ্গুর দিবসঃ কৃষকদের জয়ের উৎসব

সিঙ্গুর দিবসঃ কৃষকদের জয়ের উৎসব

আজ ১৪ই সেপ্টেম্বর দিনটিকে বাংলায় সিঙ্গুর দিবস হিসেবে পালন করা হয়। ২০১৬ সালে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের কৃষকদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের চেক তুলে দেন।

৩১শে আগস্ট ২০১৬ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণকে ‘অবৈধ ও অসাংবিধানিক’আখ্যা দেন। মহামান্য আদালত বর্তমান তৃণমূল সরকারকে নির্দেশ দেন কৃষকদের জমি ফিরিয়ে দিতে।

২০১৬ সালে প্রায় ৯১১৭টি পরচা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা অনিচ্ছুক কৃষকদের ৮০০টি ক্ষতিপূরণের চেক বিলি করেন।

চেক ড্যাম তৈরী করা হয়েছে, টিউব ওয়েল বসানো হয়েছে সিঙ্গুরে সেচের জন্য। সয়েল টেস্টিং করা হয়েছে, জমিকে উর্বর করার জন্য সার দেওয়া হয়েছে এবং অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে।