September 14, 2016
Singur – A poem by Mamata Banerjee

Following the Supreme Court’s order cancelling the 2006 Singur land acquisition, West Bengal Chief Minister Mamata Banerjee will compensate 800 farmers and also distribute 9,117 land records.
She will honour her promise of giving land back to the farmers by formally handing over of the ‘land parchas’.
On this historic occasion of Singur Diwas, here is a poem written by Mamata Banerjee:
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় মেনে আজ সিঙ্গুরে ৮০০ কৃষককে চেক দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিলি করবেন ৯০০০ এরও বেশি জমির পরচা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন।
এই ঐতিহাসিক সিঙ্গুর দিবসে দিদির লেখা কবিতা ‘সিঙ্গুর’ পড়ুন:
সিঙ্গুর শুধু একটা নাম নয়
এক আন্দোলন
সিঙ্গুরের জমি তোমার আমার
কৃষকের স্পন্দন।
সন্ত্রাস চলেনি তো সিঙ্গুরে
চলেছে মোদের বুকে
মা-বোনেদের কণ্ঠরোধ
কষাঘাতে গণতন্ত্র ধোঁকে।
রাজ্যক্ষমতা রাজ্যপাট বুলেট
বিধ্ধস্ত ব্যালট
ঔদ্ধত্যে তুমি কীর্তিমান
স্বেচ্ছাচারিতার দাপট।
সিঙ্গুর তো শুধু জায়গার নাম নয়
একটা ধ্রুবতারা
মানুষের অধিকার কেড়ে
নেওয়ার প্রতিবাদের ধারা।
সিঙ্গুর তো একটা নাম নয়
প্রতিবাদী কণ্ঠ
সিঙ্গুর একটা সিঁদুরে মেঘ
সবুজে আকণ্ঠ।
সিঙ্গুর তো কেবল সিঙ্গুরের নয়
একটা ইতিহাস
বিদ্রোহী বার্তার, সংগ্রামে
মানুষের আশ্বাস।
সিঙ্গুর তুমি তো এক নয়
বাঁধভাঙা স্রোত
তোমার ওপর অত্যাচার
সর্বাঙ্গে ক্ষোভের ক্ষত।
সিঙ্গুর শুধু সিঙ্গুর নয়
ক্ষমতার উন্মত্ততা
যাননি তুমি তো নির্যাতিতা
হৃদয় ভরা ব্যাথা।
সিঙ্গুরে চলেছে ধরিত্রীর কান্না
চলেছে অশ্রু বন্যা
সিঙ্গুর তুমি মাতা-কন্যা
বিপ্লবী অনন্যা।
সিঙ্গুর তুমি সবার সাথী
আমরা সমব্যাথী
সিঙ্গুর তুমি সূর্যোদয়
লড়াইয়ের বড় সাথী।
সিঙ্গুর তুমি সন্ত্রাসের সূর্যাস্ত
পদাঘাতে জর্জরিত
ভয় পেয়ো না ভয় পেয়ো না
জয় নিশ্চিত।
অধিকার রক্ষার লড়াইয়ে
তুমি হিমালয়
তুমি জাহ্নবী
তুমি মানবিকতার গঙ্গা যমুনা
তুমি মানবী।
কেঁদো না মাগো সিঙ্গুর সুন্দরী
তুমি প্রণম্য
রক্তঝরা আন্দোলনের সংগ্রামে
তুমি ধন্য।
সিঙ্গুর তুমি হারবে না
গড়বে ইতিহাস
ভাতের হাঁড়ির তোমার লড়াই
মানুষের বিশ্বাস।
সিঙ্গুর তোমার লড়াইয়ে আছে
ধনধান্য পুষ্পে ভরা
তুমি এক নয় সবাই আছে
বাঁচাও জীবন ধারা।
তুমি জীবন নদীর জলোচ্ছবাস।
আলোক বর্তিকা
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী কন্যা
তুমি গর্ব বালিকা।
তুমি এক নও তুমি আন্দোলন
প্রতিরোধে বরাভয়
তুমি রক্তাক্ত কষাঘাতে
জর্জরিত তবুও নির্ভয়।
সিঙ্গুর তুমি লড়াই-এর প্রেরণা
অনুপ্রেরণা সকলের
তুমি বাচঁবে সবুজ শস্য
আঙিনায় হাসাবে সবুজের।
সিঙ্গুর বেঁচে থাকো সংগ্রামী
সজীবতায় রক্ত মুছিয়ে দাও,
আন্দোলনের কোনো মৃত্যু নেই
নির্ভয়, দুর্জয়।
রক্ত তোমার অনেক ঝরেছে
মা-মাটি মানুষ
ঔদ্ধত্য তোমাকে জানাই ধিক্কার
স্তব্ধ হোক ফানুস।
সিঙ্গুর তুমিই শেষ হাসি হাসবে
সবুজ শস্য হাসবে
অত্যাচারীদের সূর্যাস্ত হবেই
সিঙ্গুর জিতবেই জিতবে।