Latest News

February 1, 2018

Silicon Valley Asia to come up soon in Rajarhat

Silicon Valley Asia to come up soon in Rajarhat

Chief Minister Mamata Banerjee has announced the plan of the state government to set up Silicon Valley Asia in Rajarhat, to ensure spontaneous creation of jobs in Bengal.

While holding a Press conference in the state Assembly, the Chief Minister said: “We have made a plan to set up Silicon Valley Asia in Rajarhat. It will lead to great scope and the decision has been taken to ensure spontaneous creation of job opportunities.”

She further said: “In a bid to ensure investment and generation of jobs, the Bengal Global Business Summit was held. The discussions regarding setting up of Silicon Valley Asia in Rajarhat was also discussed.”

Stating that Kolkata is the gateway to many countries in Asia, Banerjee said that there will be different sorts of industries starting from electronics to information technology in Silicon Valley Asia, similar to the one present at the Silicon valley in California.

“The main reason behind taking this decision is to ensure spontaneous generation of jobs and at the same time, those who are working abroad will also get opportunity to return to their motherland,” she said, adding that there are proposals for such investment.

When asked about the exact location where it will come up, the Chief Minister said that the work of identifying the land is in progress.

 

 

রাজারহাটে তৈরি হবে সিলিকন

ভ্যালি এশিয়া, বিপুল কর্মসংস্থানের

আশ্বাস মুখ্যমন্ত্রীর

 

সিলিকন ভ্যালি গড়ে উঠবে এই বাংলায়। আরও স্পষ্ট করে বললে, রাজারহাটে। ঠিক যেমনআছে ক্যালিফোর্নিয়ায়।

রাজারহাটের যে প্রকল্প ঘিরে গড়ে উঠবে বৃহৎ তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। আসবে বিনিয়োগ। হবেকর্মসংস্থান। হাতের কাছেই রয়েছে জমি। আছে অনেকের লগ্নির প্রস্তাবও। গর্বের যে প্রকল্পেরকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রকল্পটির নাম হবে সিলিকন ভ্যালি-এশিয়া। গড়ে উঠবে রাজারহাটে। বিভিন্ন কোম্পানিআসবে সেখানে। অনেক লগ্নি হবে। কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি করবে এই প্রকল্প।”

রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে লগ্নি বাড়ছে। আইটি পার্ক রয়েছে বিভিন্ন জেলায়। বাড়াতে হচ্ছেপার্কের সংখ্যা। তথ্যপ্রযুক্তি তালুক হিসাবে স্বীকৃত সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর। রাজারহাটেওকাজ করছে কয়েকটি সংস্থা। টিসিএস, কগনিজেন্ট-এর মতো সংস্থা কর্মীসংখ্যা বাড়াচ্ছে।ক্যাম্পাস বাড়াচ্ছে। কাজের সুযোগ বাড়ছে। বেড়েছে পরিধি। সেই সুযোগ কাজে লাগাতেইউদ্যোগী রাজ্য। বিশ্ববাংলা শিল্প সম্মেলনের সময়ই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় বলেজানিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছেন, “ওই সময় কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। অনেকেইআগ্রহী। আমরাও উদ্যোগী।” মুখ্যমন্ত্রী একধাপ এগিয়ে ঘরের মেধাবী ছেলেদের ঘরে ফেরারডাক দিয়ে বলেছেন, “আমরা চাই যাঁরা বাইরে আছেন, তাঁরা ফিরুন। এখানে এত কাজেরসুযোগ। আরও সুযোগ-সুবিধা বাড়ানোর পথেই হাঁটছি আমরা।”

কী হবে সিলিকন ভ্যালিতে? তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, ডিজিটাইজেশনের মতো কাজের সুযোগথাকবে। ক্যাম্পাস ইন্টারভিউ হবে। চাকরির সুযোগ বাড়বে। কেননা, বিভিন্ন কোম্পানিআসবে সেখানে। এই প্রকল্প একেবারেই ক্যালিফোর্নিয়ার ‘ফটোকপি’ হিসাবে গড়ে তুলতে চায়রাজ্য। যার ইন্ডাস্ট্রিয়াল পার্টনার হতে চায় অনেকেই। কাদের সঙ্গে নিয়ে এই প্রকল্প গড়া হবে, তা ঠিক হবে পরে। তবে, এজন্য একটি বিশেষ কমিটি করে সবকিছু তদারকির কথা ভাবছেশিল্প দপ্তর। রাজারহাটের ঠিক কোথায় মাথা তুলবে সিলিকন ভ্যালি এশিয়া, তা অবশ্য চূড়ান্তহয়নি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জমি খুঁজছি। অনেক জমি রয়েছে। কোনও সমস্যা হবে না।এই প্রকল্প গড়ে উঠলে তা হবে আমাদের কাছে গর্বের। এবং এই শিল্পক্ষেত্রের লোকজনের কাছেনিয়ে আসবে বিপুল সুযোগ। রাজ্যের ছেলেমেয়েদের দেবে উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান।”