সাম্প্রতিক খবর

নভেম্বর ১, ২০১৯

১৭৫০ কোটি খরচে রাজ্যে আরও ৭ মেডিক্যাল কলেজ

১৭৫০ কোটি খরচে রাজ্যে আরও ৭ মেডিক্যাল কলেজ

রাজ্যে হচ্ছে আরও সাতটি মেডিক্যাল কলেজ। বাড়তে চলেছে কমপক্ষে আরও ৩৫০০ শয্যা এবং ৭০০ এমবিবিএস আসন। মোট খরচ ধরা হয়েছে ১৭৫০ কোটি টাকা। স্বাস্থ্য দপ্তরের একাধিক পদস্থ সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রতিটি নতুন মেডিক্যাল কলেজ হবে ছয় একর জমিতে, থাকবে ৫০০টি শয্যা এবং ১০০টি এমবিবিএস আসন। নতুন সাতটি মেডিক্যাল কলেজের মধ্যে পাঁচটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে চালু করা হবে ও বাকি দু’টির কাজ শুরু হবে ২০২১ সালের পর।

প্রথম ধাপে উলুবেড়িয়া, বারাসত, আরামবাগ, তমলুক এবং ঝাড়গ্রামে পাঁচটি মেডিক্যাল কলেজ হচ্ছে। ২০২১ সালের পর জলপাইগুড়ি ও পশ্চিম বর্ধমানে বাকি দু’টি মেডিক্যাল কলেজ হওয়ার কথা। ফলে আগামী তিন বছরের মধ্যে রাজ্যে মোট মেডিক্যাল কলেজের সংখ্যা ১৮ থেকে বেড়ে হবে ২৫।

প্রতিটি কলেজের জন্য খরচ করা হবে কমবেশী ২৫০ কোটি টাকা। প্রথম ধাপে বারাসত, আরামবাগ ও তমলুকের তিনটি মেডিক্যালের যাবতীয় সরকারি অনুমোদন এসে যাওয়ায় কাজও শুরু করে দিয়েছে দপ্তর। টেন্ডার প্রক্রিয়া শেষ।

ডায়মন্ডহারবার, রামপুরহাট, পুরুলিয়া, কোচবিহার এবং রায়গঞ্জে এ বছর সদ্য তৈরী হওয়া পাঁচটি মেডিক্যাল কলেজের চারটির জন্যই মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন এসেছে।