Latest News

October 30, 2017

Rural roads infrastructure has undergone a sea-change under Trinamool rule

Rural roads infrastructure has undergone a sea-change under Trinamool rule

Ever since the Trinamool Congress Government came to power in 2011, led by Mamata Banerjee, there has been huge improvement in the rural roads infrastructure of Bengal. The Chief Minister has ensured the construction of 13, 571 km of rural roads over the last six years (as a comparison, the Left Front Government, over a period of 11 years – from 2000 to 2011 – constructed 10, 239 km of roads).

Currently, the State Panchayats and Rural Development Department is carrying out upgrading of the existing rural roads in Paschim Medinipur, Jhargram, Bankura and Purulia districts. In Jhargram, which has become a new district recently, massive work is on to construct new roads as well as upgrade existing ones.

Over and above that, the department has submitted a detailed project report (DPR) for a 3,300 km stretch to the Centre. In all the 23 districts and 341 blocks, the construction of rural roads is in full swing.

Chief Minister Mamata Banerjee has repeatedly asked her officials to ensure that there is an improvement in rural connectivity and drinking water is made available in every household of rural Bengal. Accordingly, the Panchayats and Rural Development Minister, along with senior officials and engineers of the department, chalked out a blueprint for the construction of rural roads.

Source: Millennium Post

তৃণমূল সরকারের আমলে গ্রামীণ রাস্তা নির্মাণ পেয়েছে এক নতুন মাত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২০১১ সালে রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর গ্রামীণ রাস্তা তৈরীর পরিকাঠামোতে এসেছে আমুল পরিবর্তন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত ৬ বছরে ১৩,৫৭১ কিঃমিঃ গ্রামীণ রাস্তা তৈরী হয়েছে (তুলনামূলক ভাবে দেখলে, বামফ্রন্ট সরকার ২০০০-১১ সাল পর্যন্ত তৈরী করেছিল ১০,২৩৯ কিঃ মিঃ রাস্তা)।
বর্তমানে, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পুরনো গ্রামীণ রাস্তার সংস্কার করছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। ঝাড়গ্রাম, যা সদ্য নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেখানে নতুন রাস্তা তৈরীর পাশাপাশি পুরনো রাস্তার সংস্কারও চলছে।
এর পাশাপাশি দপ্তর ৩৩০০কিঃ মিঃ নতুন রাস্তা তৈরীর ডিপিআর তৈরী করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে। ২৩টি জেলার ৩৪১টি ব্লকে রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আধিকারিকদের বলেছেন গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর কাজে জোর দিতে। সেই অনুযায়ী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীণ রাস্তা তৈরীর ব্লুপ্রিন্ট তৈরী করেছে।