সাম্প্রতিক খবর

অগাস্ট ৩১, ২০১৮

দেশের অর্থিনীতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

দেশের অর্থিনীতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

দেশের অর্থিনীতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফেসবুকে তিনি সেই উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট লিখেছেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন,

টাকার মূল্য নিম্নগামী, পেট্রোল, ডিজেলের মূল্য ঊর্ধ্বগামী।

মার্চ মাসের শেষ থেকে ৩রা আগস্টের অবধি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ২১.৮৪ বিলিয়ন ডলার কমেছে।

কারেন্ট আকাউন্ট ডেফিসিট এখন ঊর্ধ্বগামী, যার পরিমাণ এখন প্রায় জিডিপি-র ২.৮ শতাংশ।

তাড়াহুড়ো করে জিএসটি চালু করার ফলে রাজস্ব আদায়ে অনেক ক্ষতি হয়েছে। ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস অবধি ক্ষতির পরিমাণ ৪৮,১৭৮ কোটি টাকা।

ইনভয়েস ছাড়া জিএসটি ফাইলিং-এর ফলে এখন দেশে কালোবাজারি, র‍্যাকেট আর হাওয়ালা চলছে।

ভারতের সাধারণ মানুষের পরিস্থিতি এখন সংকটজনক।

সবাই খুব উদ্বিগ্ন। কোন দিকে এগোচ্ছে আমাদের দেশ?