May 22, 2017
Rs 600 cr business proposals at Synergy Summit in Bankura district

The Bankura district administration has received investment proposals worth Rs 600 crore at the recently-concluded industry conclave called Synergy.
Around 305 investment proposals came from micro, small and medium enterprises (MSME) and the other proposals were from large industries.
According to senior State Government officials attending the summit, the responses from industrialists are quite impressive. This is the first time that the Bankura district administration has received such huge investment proposals from industrialists.
The administration has promised to provide them with every possible help. The district administration has already published a booklet on the availability of land. Land-related information will also be uploaded on the website of the district administration.
MSMEs like bakeries, rice mills, mechanised stone-crushing units, small-scale units manufacturing agricultural tools and roofing tiles, poultry fodder-making, agro-servicing units, sal-leaf cup-and-plate manufacturing, automobile painting and many others are successfully running their trade in the district.
Besides MSMEs, there are many service industries running successfully in the district too. Examples include screen printing, offset printing, automobile repairing and servicing, building bodies of buses and manufacturing domestic electrical appliances.
৬০০কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাঁকুড়া জেলায়
বাঁকুড়া জেলায় সদ্য সমাপ্ত হল বাণিজ্য সম্মেলন, যার নাম সিনার্জি। এই সম্মেলনে বাঁকুড়া জেলা প্রশাসন পেল ৬০০ কোটির বাণিজ্য প্রস্তাব।
ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প মিলিয়ে প্রায় ৩০৫টি বিনিয়োগ প্রস্তাব এসেছে এই সম্মেলনে। রাজ্য সরকারের এক উচ্চ আধিকারিকের কথা অনুযায়ী, এবারে ওই সম্মেলনে আগত বিনিয়োগকারী ও ব্যাবসায়ীদের মধ্যে বেশ সাড়া পাওয়া গেছে। এই প্রথম বাঁকুড়া জেলা প্রশাসন এই বিশাল অঙ্কের লগ্নি প্রস্তাব পেল।
প্রশাসন বিনিয়োগকারীদের সব ব্যাপারে পাশে থাকার আশ্বাস দিয়েছে। জেলা প্রশাসন একটি পুস্তিকা প্রকাশ করেছে যেখানে সমস্ত জমির তালিকা দেওয়া আছে। আর প্রতিটি জমির বিশদ বিবরন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেমন বেকারি, চালকল, যন্ত্রচালিত পাথর ভাঙ্গার কেন্দ্র, কৃষি যন্ত্রপাতি তৈরি, শালপাতার কাপ প্লেট তৈরি, গাড়ির রঙ করা এই শিল্পগুলো ইতিমধ্যেই ওই জেলায় রমরমিয়ে চলছে।
ক্ষুদ্র শিল্পের পাশাপাশি স্ক্রিন পেন্টিং, অফসেট প্রিন্টিং, গাড়ি সারানো, বাসের কাঠামো তৈরি, ইলেকট্রিক যন্ত্রপাতি তৈরি এই সকল শিল্পও ওখানে খুব চলছে।