Latest News

December 3, 2017

River-side park of international standard to come up in Diamond Harbour

River-side park of international standard to come up in Diamond Harbour

The State Government has decided to build a park in line with those seen in many well-known tourist places at Diamond Harbour in South 24 Parganas district.

The park will stretch along the bank of the Hooghly River, and will be a stretch of refreshing green.

The park will have steps going down to the river along the entire stretch of the park, with adequate safety measures like security personnel to keep watch. There will be two separate parks for children within the park.

Trees of various species will cover the whole area, including a row of palms. Manicured gardens will be set up at places. There will also be sculptures to beautify the park.

A large lake will be dug up in the middle of the park. There will be two entrance-cum-exits, connected to paths crisscrossing the entire park. Special viewpoints and benches for sitting will be constructed.

Four special picnic zones are part of the blueprint, so that the whole park does not become strewn with plates and other refuse. Last but not the least, there will be toilets located at convenient points inside the park.

 

Source: Bartaman

 

বিদেশের আদলে ডায়মন্ডহারবারে গড়ে উঠবে পার্ক, পিকনিক এরিনা

 

শীতের গোড়াতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর। একেবারে বিদেশি বিনোদন পার্কের আদলে এবার ডায়মন্ডহারবারে শ্রীহীন গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে।

প্রায় দু’কিমি এলাকা জুড়ে গঙ্গাতটে ফুল ও ফলের গাছগাছালির মধ্যে হাঁটার রাস্তার পাশাপাশি বসার জায়গা ছাড়াও পিকনিক স্পটের ব্যবস্থা থাকবে। যাতে অতিথিরা শহরে ঢোকার পর সেখানে দু’দণ্ড বসে নদীর স্পর্শ পেয়ে চোখ ও মনের তৃপ্তি পেতে পারেন। সকল বয়সিদের মনোরঞ্জনের কথা ভেবে সেই অনুসারে পরিকাঠামো তৈরি করা হবে। বিশেষত শিশুদের বিনোদনের জন্য রোপওয়ে করারও পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে নদীর ধার ধরে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। তা শেষ হবে কেল্লার মাঠে গিয়ে। নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে। সেখানে নদীর জল পর্যন্ত পর পর সিঁড়ি থাকবে। যাতে কেউ মনে করলে নদীর একেবারে কাছে চলে যেতে পারেন। কেউ চাইলে সেখানে বসতেও পারেন। কোথাও কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে। সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে। পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে। পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও। খাওয়ার জন্য বাইরে যেতে হবে না। ভিতরেই থাকবে মোবাইল ফুড স্টল।

বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কেল্লার মাঠকে। পুরো জায়গাকে পিকনিক করার উপযোগী করে তৈরি গড়ে তোলা হবে। সব মিলিয়ে পাঁচটি পিকনিক এরিনা করা হবে। এছাড়া বোটিংয়ের জন্য ব্যবস্থা হবে। পাশাপাশি একটি রোপওয়ে তৈরি করা হবে। ডায়মন্ডহারবার ব্যায়ামাগারের থেকে কেল্লার মাঠ পর্যন্ত রোপওয়েটি করা হবে।

সব মিলিয়ে, ডায়মন্ডহারবারকে সাজিয়ে তোলার এই উদ্যোগ এলাকার পর্যটনের বিকাশ ঘটাবে বলেই আশা করা যায়।