ফেব্রুয়ারি ১৯, ২০১৯
২০২০ সালে নতুন রূপে টাউন হল
দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী টাউন হল বিল্ডিংটি কালের নিয়মে দুর্বল হয়ে পড়েছিল। খসে পড়ছিল পলেস্তরা। তা ছাড়া ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থাও সেখানে ছিল না। সে সব ভেবে কয়েক বছর আগেই সংস্কারের পরিকল্পনা নেয় কলকাতা পুরসভা।
এটি গ্রেড-ওয়ান হেরিটেজ বিল্ডিং হওয়ায় কাঠামো বজায় রেখে কাজ করার জন্য রুরকি আইআইটি-র সহায়তা নেওয়া হয়। তাঁদের দেওয়া নকশা মেনে ২০১৭ সাল থেকে কাজটা করছে রাজ্য পূর্ত দফতর। যার খরচ পড়ছে প্রায় ২৮ কোটি টাকা।
সেই কাজ কতটা এগিয়েছে, তা দেখতে গত ৯ই ফেব্রুয়ারি টাউন হলে যান মেয়র-সহ পুরসভা এবং পূর্ত দফতরের পদস্থ ইঞ্জিনিয়ারেরা। হেরিটেজ তকমা বজায় রেখে টাউন হলের সংস্কার এগোচ্ছে বলে মেয়রকে জানিয়ে দিলেন রুরকি আইআইটি-র বিশেষজ্ঞেরা।
রুরকির দুই বিশেষজ্ঞকে নিয়ে টাউন হল ঘুরে দেখেন মেয়র। টাউন হলের নীচে থাকা সুড়ঙ্গের ভিতরেও যান তাঁরা। পরে মেয়র বলেন, ‘‘বিশেষজ্ঞেরা জানিয়েছেন ডিসেম্বরে সম্পূর্ণ হবে।’’
ফাইল চিত্র
২০২০ সালে নতুন রূপে টাউন হল সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তিনি।