সাম্প্রতিক খবর

অগাস্ট ২৮, ২০১৯

রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন এখন প্রশ্নের মুখেঃ অমিত মিত্র

রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন এখন প্রশ্নের মুখেঃ অমিত মিত্র

রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন এখন প্রশ্নের মুখে, দেশের ঝুঁকি আরও বেড়ে গেল, মন্তব্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের। কেন্দ্রীয় সরকারকে রিজার্ভ ব্যাঙ্কের টাকা দেওয়া নিয়ে বিধানসভায় অর্থমন্ত্রী বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্ব শাসন এখন প্রশ্নের মুখে। তার স্বাধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এই টাকায় সাধারণত হাত দেওয়া হয় না। ভারতের ইতিহাসে প্রথম এমন ঘটল। আমি চিন্তিত।“

মন্ত্রী বলেন, কথা উঠছে, আর্থিক মন্দা আসছে আমেরিকা থেকে। তাহলে তার ধাক্কা এলে ভারত কী ভাবে সামলাবে? তার চেয়ে বড় প্রশ্ন সংস্থার স্বায়ত্তশাসন কি আর রইল না? তা কি ছিনিয়ে নেওয়া হল,রাজ্যেও তো এর প্রভাব পড়বে। আমরা চিন্তিত। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তিনিও উদ্বিগ্ন। আমাদের সাংসদরা আছেন। তারা নিশ্চয়ই যথাস্থানে বলবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোনা সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষের যে সঙ্কট তৈরী হল তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি।

বিধানসভায় অমিত মিত্র জানান, “রাজ্যের জিডিপি বৃদ্ধি দেশের মধ্যে সবচেয়ে বেশী। পরিকল্পনা খাতে বরাদ্দ বেড়েছে। মূলধনী ব্যয় যেখানে ২০১০-১১ সালে ছিল মাত্র ২০০০ কোটি সেখানে ২০১৮-১৯ সালে তা দাঁড়িয়েছে ২৩৭৮৭ কোটিতে।

সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন