সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১২, ২০১৯

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলবে: দিদি

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলবে: দিদি

কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এনআরসি-র প্রতিবাদে সিঁথির মোড় থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দিদি। মিছিলের শেষে শ্যামবাজারে তিনি কেন্দ্রকে আক্রমণ করেন নিজের বক্তব্যে। 

দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে সরব হন তিনি। একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত এবং দুটি ব্যাঙ্কের হেড অফিস বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বিরুদ্ধেও প্রতিবাদ জানান দিদি। 

“মার্জারের নাম করে কলকাতা থেকে ইউবিআই হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে। কত বঞ্চনা বাংলাকে। এলাহাবাদ ব্যাঙ্কের হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে। যারা টাকা রেখেছেন, আগামীদিন পাবেন তো সব ঠিক মতো?” প্রশ্ন তোলেন তিনি। 

তিনি আরও বলেন, “আমি নির্বাচনের আগে বলেছিলাম, এবার বুঝতে পারবেন, এই সরকার ব্যাঙ্কের টাকা সব নিয়ে চলে যাবে। বাজার থেকে কেউ আর গাড়িও  কিনছে না। ২ কোটি লোক তো আগের বছর বেকার হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে হাহাকার চলছে। ভারতবর্ষ জুড়ে অর্থনৈতিক ধ্বস নেমেছে। আজকে দেশের যা অবস্থা দোকানদারদের হাতে পয়সা নেই, ব্যবসায়ীদের হাতে পয়সা নেই, শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে।”

“ওরা বলছে রেল প্রাইভেট করে দেবে। বিএসএনএল ফোন প্রাইভেট করে দেবে, মাইনে পাচ্ছে না তিন মাস ধরে। এয়ার ইন্ডিয়া সাত মাস মাইনে পায়নি। ডিফেন্স অরগানাইজেশন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি সব বিলগ্নীকরণ করে দাও। ব্যাংকগুলো সব খেয়ে নাও।” কেন্দ্রকে আক্রমণ করেন দিদি। 

বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, “দেশের জিডিপি ৫%, এশিয়াতে সর্বনিম্ন। এমনকি বাংলাদেশের পরে, পাকিস্তানের পরে। কারও বাড়িতে সিবিআই লাগিয়ে দিয়েছে, কারও বাড়িতে ইডি লাগিয়ে দিয়েছে, পুলিশ লাগিয়ে দিয়েছে। সবাই চোর, একমাত্র সাধু ওরা। কোটি কোটি টাকা কোথায় ছিল? পাঁচ বছর আগে এক পয়সাও ছিল না আর আজকে দেখুন শপিং মলের মত পার্টি অফিস।”