Latest News

February 21, 2018

Promotion of languages: Bengal Govt fostering unity in diversity

Promotion of languages: Bengal Govt fostering unity in diversity

Since coming to power in 2011, the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has ensured all-round development of Bengal. Like other aspects, the issue of language has also been given equal attention.
The government, under the inspiration of Mamata Banerjee, has ensured that the linguistic diversity of the State is preserved. Several dialects and languages have been given recognition while academies have been formed for some, too.

Here are some of the initiatives:

  • Enactment of West Bengal Official Language (Amendment) Act, 2012 for providing languages like Urdu, Nepali, Gurumukhi (Punjabi), Odia, Santhali, etc. the status of official language in areas having more than 10 per cent people speaking these languages, in effect, redressing the long-pending demand of the people speaking these languages to interact in their mother tongue in government offices
  • Thus the legislation honours the sensibility of the people speaking these languages.
  • Recognising Kurukh – the language of the Oraon tribal community – as a State Official Language
  • Constituting an expert committee to look into the issue of recognition of Kamtapuri (Rajbanshi) as a State Official Language
  • Enhancing the budgetary allocation of West Bengal Urdu Academy by over five times, during the last six years
  • Adoption of schemes for the promotion of Urdu
  • Promotion of languages other than Bengali
  • Starting the state’s first Hindi-medium general degree college at Banarhat in Jalpaiguri district from August 2014
  • Introduction of Santhali as a subject in the State Eligibility Test (SET) conducted by the West Bengal College Service Commission in 2015
  • Introduction of Urdu in several colleges

 

সকলের মাতৃভাষাকে সমাদর করে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সার্বিক উন্নয়নে নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। অবহেলিত নানা ক্ষেত্রেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য বিষয়ের মতো বাদ পড়েনি ভাষার বিষয়টিও। রাজ্যে প্রতিটি ভাষাই সমানভাবে সমাদৃত।

একঝলকে দেখে নেওয়া যাক বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছেঃ-

  • সেইসব এলাকায় যেখানে ১০%-এর বেশী মানুষ উর্দু, নেপালি, গুরুমুখী প্রভৃতি ভাষায় কথা বলেন, সেখানে এই ভাষাগুলিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ প্রণয়ন করা হয়েছে।
  • দেশপ্রিয় পার্কে তৈরী করা হয়েছে ভাষা আন্দোলনের শহীদ স্মারক।
  • গত ছয় বছরে ওয়েস্ট বেঙ্গল উর্দু আকাদেমির বরাদ্দ ৫ গুণ বাড়ানো হয়েছে।এই আইন প্রনয়নের ফলে এইসব ভাষায় কথা বলা মানুষের সরকারি দপ্তরে নিজেদের মাতৃভাষায় আদানপ্রদানের ব্যাপারে দীর্ঘদিনের দাবিপূরণ হয়েছে।
  • নেপালি, উর্দু, ওড়িয়া, সাঁওতালি এবং গুরুমুখী (পাঞ্জাবি) ভাষায় এ রাজ্যে যারা কথা বলেন, তাদের এই ভাষার প্রতি সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে এই ভাষাগুলিকে সরকার স্বীকৃত ভাষা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার ওঁরাও সম্প্রদায়ের ভাষা হিসেবে কুরুখ ভাষাকে রাজ্যের সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছে। এছাড়াও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে কামতাপুরী (রাজবংশী) ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে।
  • ২০১৪ সালের আগস্ট মাস থেকে জলপাইগুড়ির বানারহাটে রাজ্যের প্রথম হিন্দি মাধ্যম সাধারণ স্নাতক স্তরের কলেজ চালু হয়েছে। ২০১৫ সালে কলেজ সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত রাজ্য যোগ্যতা নিরধারক পরীক্ষায় (SET) এই প্রথম সাঁওতালি ভাষাকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • বিভিন্ন কলেজে উর্দু ভাষা পড়ানো হচ্ছে।
  • এসএনএলটিআর রবীন্দ্রনাথ এবং অন্যান্য সাহিত্যিকদের সাহিত্যধর্ম সমন্বিত একটি অনলাইন তথ্যভাণ্ডার গড়ে তুলেছে। ইউনিকোড সমন্বিত ‘বৈশাখী বাংলা’ কি-বোর্ড, বাংলা বানান সংশোধনী (অ্যানড্রয়েডের জন্য), সাঁওতালি ভাষার জন্য অলচিকি কি-বোর্ড, বাংলা ও সি আর এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি সহায়ক গড়ে তোলা হয়েছে।