Latest News

January 16, 2016

Promises delivered: Behala gets new booster pumping station

Promises delivered: Behala gets new booster pumping station

People of wards 129, 130 and 131 of Behala, Kolkata, are likely to get rid of drinking water woes as a booster pumping station was inaugurated today at Senpally in Ward No 129.

The pumping station was inaugurated by Mayor of Kolkata, Sobhan Chatterjee. State Urban Development Minister Firhad Hakim, Education Minister Dr Partha Chatterjee, AITC general secretary Subrata Bakshi were present at the occasion.

With inauguration of this 3 lakh gallon capacity pump, people of the area, including that of mayor’s ward are likely to get rid of water crisis, which has been a local issue for long.

Tate Education Minister Dr Partha Chatterjee said that the Government under Trinamool Congress is delivering the promises it made to the people.

The State Urban Development Minister Mr Firhad hakim said that Bengal is setting example for other States.

The Kolakata Mayor said water crisis in the city has been largely eradicated. There will be a time when the city will be100% tube-well free, he said.

The booster pumping station was today named after eminent lyricist Mohini Chowdhury.

 

নতুন বুস্টার পাম্পিং স্টেশন বেহালায়

বেহালা ১২৯ নং ওয়ার্ডের সেনপল্লীতে একটি নতুন বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন হয়েছে। ওয়ার্ড নং ১২৯, ১৩০ এবং ১৩১ এর অধিবাসীরা পানীয় জলের জন্য তৈরি হল এই বুস্টার পাম্পিং স্টেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী।

এই পাম্পের জলধারণ ক্ষমতা প্রায় ৩ লাখ গ্যালন। মেয়রের এলাকা সহ সব এলাকার পানীয় জলের সমস্যার সমাধান হবে এর মাধ্যমে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন যে তৃণমূল সরকার তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন পশ্চিম বাংলা অন্যান্য রাজ্যের কাছে একটি দৃষ্টান্ত।

কলকাতার মেয়র বলেন, “শহরে পানীয় জলের অভাব মূলত নির্মূল হয়েছে। এরপর এমন একদিন আসবে যেদিন শহরকে ১০০ শতাংশ নলকূপ মুক্ত করা সম্ভব হবে”।

প্রয়াত গীতিকার মোহিনী চৌধুরীর নামে এই বুস্টার পাম্পিং স্টেশনের নামকরন করা হয়েছে।