নভেম্বর ২৬, ২০১৯
প্রাইভেট কেবিনে পাঁচতারা যত্ন

সরকারি হাসপাতালে ভর্তি হতে যারা ভয় পেতেন আজ সেইসব রোগী ও তাঁদের পরিবার সরকারি হাসপাতালের ঝাঁ-চকচকে প্রাইভেট কেবিনের পরিষেবায় যারপরনাই সন্তুষ্ট। মধ্যবিত্ত বাঙালিকে সরকারি হাসপাতালেই বেসরকারি ক্ষেত্রের মতো পরিচ্ছন্নতা, স্বাচ্ছন্দ্য উপহার দিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেবিন তৈরির কাজ শুরু হয়েছে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের পর চলতি মাসের গোড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও চালু হয়েছে এই প্রাইভেট কেবিন পরিষেবা।
মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের নয় এবং দশ তলায় তৈরী হয়েছ কেবিন কমপ্লেক্স। বাতানুকূল প্রাইভেট কেবিন কমপ্লেক্সের প্রত্যেকটি ঘরে পৃথক টয়লেট, টিভি, সোফা, আলমারি। ভিআইপি কেবিন কোনও অংশে কম নয় পাঁচতারা হোটেলের সুইটের থেকে। ব্যালকনিওয়ালা ঘরের সঙ্গেই সুসজ্জিত কিচেন, আধুনিক টয়লেট। কিচেনে মিলবে মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ।
ডাক্তার, নার্সের জন্য আলাদা ফি গুনতে হবে না। ওষুধও রোগীর পরিজন ফেয়ার প্রাইস শপ থেকেই বাজারের থেকে অনেক কম দামে কিনতে পারবেন। অস্ত্রোপচারই হোক বা অন্য পরীক্ষা-নিরীক্ষা—সবেরই খরচ বাজারের তুলনায় ঢের কমই।