Latest News

January 23, 2017

PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers to set up Cyber Security Excellence Centre in Kolkata

PricewaterhouseCoopers (PwC) announced setting up its first global cyber security excellence centre in Kolkata. The announcement was made by a top official of PwC at the third edition of Bengal Global Business Summit.

It would be the first cyber security excellence centre of PwC across the globe. It will be set up at Salt Lake’s Sector V at the company’s Kolkata unit.

The government has decided to set up a centre of excellence in cyber security, which the state Cabinet approved recently. The universities will soon include the subject of cyber safety management in their curriculum.

The government has been taking up different measures to combat threats from cyber attacks. Many such research and development (R&D) are going on at present. The state data centre has been upgraded. The state owned cyber excellence centre will have experts equipped with the best and most sophisticated instruments.

 

কলকাতায় ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে প্রাইসওয়াটারহাউস কুপার

বিশ্ববিখ্যাত সংস্থা প্রাইসওয়াটারহাউস কুপার (PWC) কলকাতায় একটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সেলেন্স’ কেন্দ্র গড়তে চলেছে। গত শনিবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ওই সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একথা ঘোষণা করেন।

বিশ্বে এই প্রথম এমন একটি কেন্দ্র গড়তে চলেছে PWC। কেন্দ্রটি তৈরী হবে সল্ট লেকের সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে।

রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির এক্সেলেন্স কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে; রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন করেছে এই উদ্যোগকে। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে সাইবার সেফটি ম্যানেজমেন্টও সংযোজিত হবে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

সাইবার সিকিউরিটির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহন করেছে। এই বিষয়ে গবেষণাও চলছে। রাজ্যের ডাটা সেন্টারকে আরও উন্নত করা হয়েছে। রাজ্য সরকারের সাইবার এক্সেলেন্স কেন্দ্রেটিকে আরও উন্নত করার লক্ষ্যে নানা অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে।