ফেব্রুয়ারি ১৪, ২০১৯
দেওচা পাচামির কয়লা ব্লকে প্রযুক্তিগত সহায়তা করবে পোল্যান্ড
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেওচা পাচামির কয়লা ব্লকে এবার পোল্যান্ডের খনি বিশেষজ্ঞরা প্রযুক্তিগত সহায়তা করবে।
রাজ্য বিদ্যুৎ মন্ত্রী বলেন, কয়লা নিষ্কাশন করতে যা যা সমস্যা হবে, সেই সব বাধা মোকাবিলা করতে পোল্যান্ডের বিশেষজ্ঞরা সহায়তা করবেন।
কয়লা ব্লকের ওভারবার্ডেন, যা সাধারণত মুল কয়লা স্তরের ওপরের স্তরটিকে ধরা হয়, দেওচা পাচামির ক্ষেত্রে প্রায় ৫০০ মিটার। তাই এই স্তরটিকে ড্রিল করে তবেই কয়লা নিষ্কাশন করতে হবে। এটি সহজ কাজ নয়। সেই সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তাও করবেন ওনারা।
পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে পোল্যান্ডের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আলোচনা হয়।
ফাইল চিত্র