অগাস্ট ১, ২০১৯
বাংলার বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার

রাজ্য সরকার বেশ কিছুদিন ধরে উদ্যোগ নিয়েছে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার। এবার বাংলার বিভিন্ন স্থানীয় প্রশাসন প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগ নিল। বিগত বেশ কিছু সময়ে মুখ্যমন্ত্রী বারংবার এই বার্তা দিয়ে আসছেন। বিভিন্ন উদ্যান, সরোবর ও অন্যান্য স্থানে ইতিমধ্যেই প্লাস্টিক ব্যান করা হয়েছে।
দীঘা
রাজ্যের এক অন্যতম পর্যটন স্থান হল দীঘা, প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন। পরিবেশ রক্ষার স্বার্থে এবার থেকে প্লাস্টিক ও শোলার ব্যবহার নিষিদ্ধ করল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সমুদ্র সৈকত এবং লাগোয়া অঞ্চলে কোথাও প্লাস্টিকের ব্যাগ, শোলার থালা / গ্লাস / কাপ ব্যবহার করা যাবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে ৫০০ টাকা জরিমানা করা হবে।
শ্রাবণী মেলা
প্রতি বছর তারকেশ্বরে জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত একমাস ব্যাপী মেলা চলে। এই মেলাকে কেন্দ্র করে রাজ্য এবং ভিন রাজ্যের প্রচুর মানুষ এখানে ভিড় জমান।দীঘার মত, এখানেও এবার শোলা ও প্লাস্টিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। পুনঃব্যবহার যোগ্য থালা ও গ্লাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পুর কর্মীরা রাস্তায় দিনরাত নজরদারি চালাবে।
সবুজ বাংলা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরীতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলার পরিবেশকে সবুজ করতে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে এগুলি সাম্প্রতিক।