Latest News

September 2, 2016

Planning law to compensate for property damage during bandhs: CM

Planning law to compensate for property damage during bandhs: CM

Giving a call once again to thwart Friday’s strike, Chief Minister Mamata Banerjee said that the state government is going to introduce a law to ensure that a person will be liable to pay the amount of loss he or she causes by damaging property during the bandh.

The CM said that workers may have some issues. “The state government will give the compensation if there is any damage caused. At the same time vehicles should also ply and they will also be compensated if there is any damage.”

Before flying off to Rome she told reporters at airport: “The bandh will be a total failure. We are monitoring the situation. We appeal to everyone to defeat the bandh and keep Bengal running.”

 

বনধে ক্ষতিপূরণ দেওয়ার আইন প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছেঃ মুখ্যমন্ত্রী

শুক্রবারের ধর্মঘট ব্যর্থ হবে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বনধের দিনে যারা ক্ষয়-ক্ষতি করবে ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে এবং এর নিরিখে একটি আইন চালু করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, শ্রমিকদের কিছু সমস্যা থাকতে পারে। “যদি কোনরকম ক্ষয়-ক্ষতি হয় রাজ্য সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।একইসঙ্গে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে এবং কোনরকম ক্ষয়ক্ষতি হলে সরকার সেই ক্ষতিপূরণ দেবে”।

রোম যাওয়ার আগে আজ বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন,“বনধ পুরোপুরি ব্যর্থ হবে। আমরা মনিটরিং করছি। সকলকে আবেদন জানাবো বাংলাকে সচল রাখতে”।