নভেম্বর ২, ২০১৯
ফোন ও হোয়াটস অ্যাপ ট্যাপ করা হচ্ছে, এমনি আমার ফোনও ট্যাপ করা হচ্ছে। পরিস্থিতি খুব গুরুতরঃ দিদি

মানুষের ব্যাক্তিগত ফোনের ওপর বেসরকারি সংস্থার নজরদারির বিরুদ্ধে আজ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন কি ধরনের ব্যাক্তি স্বাধীনতা এদেশের জনগণের আছে যেখানে কোনও ব্যক্তি কোনও ব্যক্তির সঙ্গে বার্তালাপ করলে সেটার ওপরেও নজরদারি করা হচ্ছে?
ছট পুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন ইজরায়েলি একটি সংস্থা এনএসও গ্রুপ হোয়াটস অ্যাপেও মানুষের কথাবার্তার ওপর নজর রাখছে।
তিনি বলেন, এখন ল্যান্ড ফোন, মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ কোনোকিছুই নিরাপদ নয়। বিভিন্ন সংস্থা নজরদারি চালাচ্ছে। আপনার ফোনও ট্যাপ করা হচ্ছে। আমার ফোন ট্যাপ করা হচ্ছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? আমরা কি নজরদারি ছাড়া কথা বলতে পারবো না? এটি খুব গুরুতর বিষয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই অনভিপ্রেত বিষয়টিতে নজর দিতে।
তিনি আরও বলেন, এটি বাস্তব যে এই ইজরায়েলি সংস্থাটি এই সকল তথ্য কেন্দ্রীয় সরকারে কাছে পেশ করেছে। মে মাসে হোয়াটস অ্যাপ তথ্য দিয়েছে সিইআরটি-আইএন নামক এক সরকারি সংস্থাকে। আমি জানি কেন্দ্রীয় সরকার এই ইজরায়েলি সংস্থাকে দিয়ে সমস্ত রাজনৈতিক, মিডিয়া, বিচারক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের ওপর নজর রাখছে। এটা অন্যায়, তুমি কারও ব্যাক্তিগত গোপনীয়তা কেড়ে নিতে পারোনা। এটা মানুষের অধিকারের বিরুদ্ধে। এটা বন্ধ হওয়া দরকার।