সেপ্টেম্বর ৩, ২০১৯
নিজের ঘরের দিদি মমতাতেই আস্থা রাখছে মানুষ: অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত ২৯শে জুলাই শুরু হয়েছিল #দিদিকেবলো কর্মসূচী। আজ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজকে সঙ্গে নিয়ে সেই কর্মসূচীকে তরান্বিত করতে উদ্যোগী হলেন। মাত্র একমাসে দশ লক্ষেরও বেশি মানুষ আস্থা রেখে ডায়াল করেছেন ৯১৩৭০ ৯১৩৭০ নম্বরে; দিদিকে বলে উপকৃতও হয়েছেন তাঁরা। এই জনসংযোগে যুব সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন যুব সভাপতি। যুবশ্রী, শিক্ষাশ্রী থেকে সবুজসাথী কিংবা স্বাস্থ্যসাথী এইসব প্রকল্পের আওতাধীন হতে ‘দিদিকে বলো’তেই আস্থা রাখছে ছাত্র-যুবরা। শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মানুষের আশা ভরসা যে সেই দিদিই, সেকথা আবারও প্রমাণ হচ্ছে এই ‘দিদিকে বলো’তে উপকৃত মানুষের হাসিমুখ দেখে। যুব সম্প্রদায়ের তৎপরতায় আরও বেশি মানুষ যাতে এই দিদিকে বলো কর্মসূচী নিয়ে বাংলার ছাত্র যুব’র কাছে পৌঁছে যেতে পারে, এখন সেটাই লক্ষ্য। প্রশাসনিক প্রধানের চেয়ার থেকে মাটির দাওয়ায় এসে বসা নিজের ঘরের দিদি মমতাতেই আস্থা রাখছে মানুষ। মা-মাটি-মানুষের বাংলায় ‘দিদিকে বলো’ পৌঁছে যাচ্ছে বাংলার মায়েদের ঘরে, উপকৃত হচ্ছে বাংলার মানুষ; এই মাটিতে মানুষকে ভালো রাখাই যে দিদির আসল লক্ষ্য বাংলার যুব সমাজ সেই বার্তায় তুলে ধরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।