December 10, 2013
People have expressed `no-confidence` against UPA: Mamata Banerjee

Trinamool Chairperson Ms. Mamata Banerjee today said the public has already expressed `no-confidence` against the Centre and there was no need for bringing a motion against it in this regard. She was visiting the Central Hall of the Parliament.
She also made it clear that her party will `neither go with the Congress nor with the BJP.` `We will go alone in the polls,` she said.
She said that “The public has already expressed its no-confidence in the current government and where is the need for bringing a no-confidence motion.” She added, ` The Centre has been taking several decisions which are not good for the Aam Aadmi. The recent polls show there is an anti-Congress mood in the country.’ `People are very angry. We sympathize with the people. Their anger is justified`, she said.
In Parliament, she met several leaders including the Chief of YSR Congress Jagan Mohan Reddy and other Seemandhra leaders. She later met the Speaker of the Lok Sabha Meira Kumar.
—
তৃতীয় ফ্রন্ট গঠন নিয়ে প্রশ্ন করা মাত্র সাংবাদিকদের কাছে বাস্তববাদী ও ঠোঁটকাটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, “বাচ্চা জন্মানোর আগে তার মুখেভাতের ডেট ঠিক করব কি করে? গণতন্ত্রে এবং রাজনীতিতে সব সব দলের সঙ্গে সব দলের কথাবার্তা, আলাপ আলোচনা হয়েই থাকে। এটাই গণতন্ত্রের রীতি। কারোর সঙ্গে কথা হওয়া মানে এই নয় তার সঙ্গে আমরা রাজনৈতিক জোট করছি। কারো সঙ্গে আমাদের জোট গঠন হয়নি। তবে আমরা অন্ধ্রপ্রদেশ বিভাজনের বিরুদ্ধে। যে কোনও রাজ্য বিভাজনের বিরুদ্ধে। আমরা ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে। কিন্তু এখনই তৃতীয় ফ্রন্ট নিয়ে কোনও সিদ্ধান্ত আমরা নিইনি। লোকসভা ভোটের পর নেতা যথারীতি ঠিক হয়ে যাবে। আমরা একলাই লড়ব। কারোর সঙ্গে এখন জোট করছি না। কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই নেই আমরা।“
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পর এবার দিল্লিতে দাঁড়িয়েই আজ লোকসভা ভোটে একা লড়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ পাশাপাশি, ফের আঞ্চলিক দলগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট গঠনের ডাক দিলেন তিনি৷ তৃণমূল নেত্রীর দাবি, সেক্ষেত্রে দেশ নতুন দিশা পাবে৷
সাধারন মানুষ কংগ্রেসের ওপর ক্ষুব্ধ। তাঁরা কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই নেতিবাচক ভোটেই বিজেপির সাফল্য। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, কংগ্রেস বা বিজেপি নয়–এবার দিল্লিতে আঞ্চলিক দলগুলির সরকার গড়ার সময় এসেছে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটে একলা চলার নীতিই নিচ্ছে তৃণমূল৷