সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৭, ২০১৯

মুখ্যমন্ত্রীর হাত ধরে বাঁচার আনন্দ খুঁজে পাচ্ছেন রাজ্যের পটশিল্পীরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পাচ্ছেন রাজ্যের প্রাচীন শিল্প পটচিত্র। তৃণমূল সরকারের সহযোগিতায় রাজ্যে এখন বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলার আয়োজন হচ্ছে। আর সেখানেই এই শিল্পীরা তাঁদের শিল্প সম্ভার নিয়ে হাজির হচ্ছেন। সেখানে তাঁদের শিল্পকর্ম বিক্রী করে অর্থের মুখ দেখছেন। মিলছে সম্মানও। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই শিল্পীরা।

পশ্চিম মেদিনীপুরের পিংলা, ডেবরা, ঘাটাল–সহ এই জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন পটচিত্রীরা। তাঁদের অনেকেরই সেই অর্থে এই শিল্পের কোনও বিশেষ প্রশিক্ষণ, পুঁথিগত শিক্ষা নেই। বংশ পরম্পরায় নিজেদের উদ্যোগেই বাড়ির বড়দের দেখে দেখে নিজেদের শিল্পসত্তাকে জাগিয়ে তোলেন তাঁরা। তাঁদের শিল্প সৃষ্টির মূল উপকরণ হল ফেব্রিক। সেই ফেব্রিককে তুলির টানে কখনও গেঞ্জি, শাড়ি, ছাতা, কেটলি, টেবিল ল্যাম্প, আবার কখনও পাঞ্জাবির ওপরে নানান কারুকাজ ফুটিয়ে তোলেন এই শিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে অনায়াসেই ফুটে ওঠে নানান পটচিত্র।

বাম আমলে হাতেগোনা কিছু জায়গায় মেলা হলেও সারা বছরের রোজগার সেখান থেকে উঠে আসা একেবারেই সম্ভব হত না। তাই একটু একটু করে ধুঁকতে বসেছিল এই শিল্প। রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা সদরে এখন হস্তশিল্প মেলার আয়োজন হচ্ছে। শুধু জেলা সদরেই নয়, ঘুরিয়ে ফিরিয়ে এখন এই মেলা মহকুমা শহরেও এই ধরনের মেলার আয়োজন হচ্ছে।

সৌজন্যেঃ আজকাল