সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৩, ২০১৯

বাংলার যুবদের উদ্বুদ্ধ করতে কবিতা লিখলেন দিদি

বাংলার যুবদের উদ্বুদ্ধ করতে কবিতা লিখলেন দিদি

আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে বাংলার যুবদের জন্য একটি কবিতা লেখেন। কবিতাটির নাম ‘নতুন প্রজন্মের জন্য’।

তিনি যুবদের নিয়ে তাঁর স্বপ্নের কথা লেখেন এই কবিতায় এবং বিভিন্ন বাধার সামনে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

তিনি যুবদের নিয়ে এর আগেও বহুবার কলম ধরেছেন। এটি তাঁর সাম্প্রতিক্তম কবিতা। এখনও পর্যন্ত তিনি মোট ৫টি ভাষায় (বাংলা, হিন্দী, ইংরাজী, উর্দু ও অলচিকি) ৮৯টি বই লিখেছেন।

পড়ুন কবিতাটিঃ

আমি ভালোবাসি সেই প্রজন্মকে
যারা গড়ে তোলে ইতিহাস
যাদের গর্জনে গর্জে ওঠে
বাংলার গৌরব বিশ্বাস।
আমার প্রিয় সদ্য জীবন
সদ্য আশার আলো
সবাইকে যারা আপন করে নেয়
তারাই তো আমার ভালো।