সাম্প্রতিক খবর

অক্টোবর ২৫, ২০১৯

কালীপুজো উদ্বোধনে ঐক্যের আহ্বান মুখ্যমন্ত্রীর

কালীপুজো উদ্বোধনে ঐক্যের আহ্বান মুখ্যমন্ত্রীর

দীপাবলির আগাম শুভেচ্ছাবার্তায় ভেদাভেদের অন্ধকার মুছে ঐক্যের আলো জ্বালানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি এবং ধর্মভিত্তিক নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য উত্তরবঙ্গের মানুষকে তৈরি থাকার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাহাড় থেকে সমতলে নেমে শিলিগুড়ির একটি কালীপুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মণ্ডপ-সংলগ্ন মঞ্চ থেকে মমতা গোটা উত্তরবঙ্গবাসীর কাছে আবেদন করেন, ‘আগামী দিনে উত্তরবঙ্গ উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। আমরা এনআরসি চাই না। আমরা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনও চাই না। সন্ত্রাস-ভেদাভেদ- অশান্তি চাই না। সব সম্প্রদায়ের মানুষে নিয়ে গোটা দেশটা একটাই পরিবার।’

চলতি সফরের প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী এনআরসি-বিরোধী প্রচারকে ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা করেছেন। গত কয়েক দিনে তাঁর যে ক’টি সরকারি কর্মসূচি ছিল, তার প্রত্যেকটিতেই তিনি এনআরসি, নাগরিকত্ব সংশোধন বিল এবং ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ব্যাখ্যা করেছেন। এ বার উত্তরবঙ্গের ব্যস্ততম শহর শিলিগুড়ির জমজমাট বিশ্বদীপ মোড়ে দাঁড়িয়ে মমতা সাধারণ মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি বিজেপি-বিরোধী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার ডাক দিলেন। তবে বিজেপির কথা সরাসরি মুখে আনেননি তিনি।

টোটোচালক, অটোচালক, রিকশাচালক থেকে শুরু করে আশপাশের পাড়াগুলির বহু মহিলা, ব্যবসায়ী এবং পথচলতি মানুষ ভিড় জমিয়েছিলেন দিদিকে দেখতে। বড় রাস্তার উপর বিকেল থেকেই ঢাক পেটাচ্ছিলেন গোটা পঞ্চাশেক ঢাকি। সন্ধ্যার মুখে মুখ্যমন্ত্রী মণ্ডপে এসেই প্রতিমা উদ্বোধন করে ছোটদের নাচের অনুষ্ঠান দেখলেন। তার পর মাইক হাতে নিয়ে উৎসবের শুভেচ্ছা জানালেন আমজনতাকে।

তিনি বলেন,‘বাংলা কখনও বলে না যে আমার পুজো হবে আর অন্যের পুজো হবে না। একটা দেশের পরিবারে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-জৈন-পার্সি-গোর্খা-বাঙালি-রাজবংশী সবাই থাকে। পুজোর প্যান্ডেলে সমস্ত সম্প্রদায়ের মানুষ জড়ো হয়। দীপাবলি হচ্ছে অন্ধকার থেকো আলোয় ফেরার উৎসব। সব মানুষ যাতে সবার সঙ্গে মিশতে পারে।’