Latest News

February 28, 2017

No place for intolerance or riots in Bengal: Mamata Banerjee

No place for intolerance or riots in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today reiterated that there is no place for intolerance or riots in the State. Nobody has the right to incite people against each other, the Chief Minister said. She was speaking at a function of Bharat Sevasram Sangha.

“Everyone has the freedom of choice – which religion they want to follow, what they eat, what they wear. Hindu Muslim Sikh Isai, apas mein rehna bhai bhai. This is our motto,” she said adding that Ramakrishna Paramhansa taught us about Sarva Dharma Samannay and that there is no bigger Hindu than him.

Mamata Banerjee also said that true service does not discriminate on the basis of caste, creed or community. The CM commended Bharat Sevasram Sangha for their social work, specially during rescue operations after any disaster.

 

বাংলায় অসহিষ্ণুতা ও দাঙ্গার কোন জায়গা নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় অসহিষ্ণুতার কোন স্থান নেই, দাঙ্গার কোন জায়গা নেই। মানুষে মানুষে দাঙ্গা লাগানো চলবে না, ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, “মানুষ কি করবে সেটা তার পছন্দ, কোন ধর্ম অনুসরণ করবে, কি খাবে, কি পরবে সেটা তাদের পছন্দ, হিন্দু-মুসলমান-শিখ সকলে ভাই ভাই”।  তিনি আরও বলেন, “রামকৃষ্ণ পরমহংস আমাদের সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা দিয়েছেন। তাঁর চেয়ে বড় হিন্দু কেউ নয়”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সেবার কোনও জাত হয় না, এটাই প্রকৃত ধর্ম। যে কোনও বিপর্যয়ের পর উদ্ধারকাজে সবসময় ভারত সেবাশ্রম সঙ্ঘকে দেখা যায় বলে এই প্রতিষ্ঠানের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।