October 4, 2017
New bridges to be constructed over Ganga and Ajay

The Bengal Government is going to start the construction of three bridges. Two bridges would span the Ganga and another would be over the Ajay River. The bridges would lead to improved cultural as well as trade ties.
The ones over the Ganga would connect Shantipur to Kalna and Budge Budge to Fuleshwar.
The former would also lead to connecting Shantipur and Kalna to Saptagram, Triveni, Katwa and other places along that route. The cultural heritage of Shantipur is well-known: there is the Shantipur saree as well as the Rash Mela, held every year.
Another bridge would be built over the Ajay River – it would be called Kenduli Setu. The river runs for some distance along the border of Birbhum and Paschim Bardhaman. The bridge would connect Kenduli in Birbhum district at one end, and hence the name. Kenduli, like Shantipur, is also famous as the venue for a fair. Every year, on January 15, a huge fair is held in Kenduli, which attracts lakhs of people.
Thus we see that the bridges would connect places of cultural importance; hence, they would strengthen the tourism. Additionally, through the smoother and faster flow of people and goods, they would lead to improved trade.
গঙ্গায় ২টি ও অজয়ে ১টি সেতু তৈরি করবে রাজ্য সরকার
গঙ্গার ওপর এবার আরও একটি নতুন সেতু নির্মাণের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। শান্তিপুর থেকে কালনা পর্যন্ত হবে এই নতুন সেতু। অন্যদিকে বজবজ থেকে ফুলেশ্বর পর্যন্ত দ্বিতীয় সেতুটির ডিপিআর তৈরির কাজও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
শান্তিপুর থেকে কালনা প্রায় ১কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর ‘অ্যাপ্রোচ এরিয়া’ ধরে প্রায় পৌনে দুই কিলোমিটারের এই সেতু তৈরি করবে রাজ্য সরকার।
শান্তিপুর থেকে কালনার দুরত্ব এক সরল রেখায় মাপলে সাত কিলোমিটার। সময় কম লাগে বলে প্রচুর মানুষ সড়ক পথের বদলে জল পথেই বেশী যাতায়াত করে। ফেরি পরিষেবায় যাত্রী সংখ্যার চাপ প্রবল। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন এই সেতু নির্মাণের পরিকল্পনা করেছে।
মূলত এই সেতু নির্মাণ হলে গঙ্গার ধার বরাবর সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা ও কাটোয়া (এসটিকেকে) এক সঙ্গে যুক্ত করা যাবে শান্তিপুরের সঙ্গে। শান্তিপুরের সাংস্কৃতিক ঐতিহ্য বহু আগে থেকে সুবিদিত। রাসের মেলায় বহু মানুষের সমাগম হয় এখানে। গঙ্গার দুই পারের এই সংযোগ গড়ে উঠলে ব্যবসা-বাণিজ্য থেকে পর্যটন সব ক্ষেত্রেই উন্নয়ন হবে।
পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের কথা মাথায় রেখে অজয় নদীর ওপর কেন্দুলি সেতু নির্মাণ করতে চলেছে রাজ্য সরকার। প্রতি বছর ১৫ জানুয়ারি বীরভূমের কেন্দুলিতে বাউল মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।
অজয় নদীর ওপর কেন্দুলি সেতু তৈরি করে বীরভূম ও বর্ধমানের মধ্যে সহজ যোগাযোগ গড়ে তুলতেই এই সেতু নির্মাণ করতে চলেছে রাজ্য সরকার।
Source: Khabar 365 Din
The image used is a representative one