August 26, 2016
WB CM unveils a statue of Mother Teresa in Kolkata

A life size bronze statue of Mother Teresa was unveiled on her 106th birth anniversary by West Bengal Chief Minister Mamata Banerjee at Archbishop’s House in Park Street. The inauguration of the statue comes ahead of her Canonisation on September 4th. Referring it as a land mark day, she said, “It’s a historic moment for all of us.”
The CM said, “I am excited to be a part of the event in Rome. I don’t need a first row seat. I will not go there as a part of State delegation but will be a member of Missionaries of Charity. I will sit with them and witness the moment when Mother will be announced as Saint”.
Remembering her moments with Mother Teresa, Mamata Banerjee said, “I feel lucky and fortunate for having met Mother on several occasions. I specially remember two of my encounters with her. Missionary of Charity had an institution in Mathpukur area in Kolkata. Some hooligans were using their power to encroach the institute. I got a call at 11pm at night, it was Mother on the line saying, Mamata can you come. I went sat there with my people for whole night. We were successful to save the institute. It was like a big victory for me as Mother was happy,” she said.
Revisiting her memories when she and Mother had worked together during 1992 riots the chief minister said, “I along with mother had seen the ugly face of riots in Bengal in 1992. The situation was highly intensified, when Mother saw me on road she had asked me, how I was out on the road when the situation was so intensified. She herself was there on the street serving the people yet she asked me if I was fine. I remember so many incidents that touched my heart and made me a better human being.”
কলকাতায় মাদার টেরেসার মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী
মাদার টেরেসার জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে আর্চবিশপের বাড়িতে মাদার টেরেসার মূর্তি উন্মোচন করলেন।
মুখ্যমন্ত্রী বলেন, “১৯৯২ দাঙ্গার সময় উনি পথে নেমে মানুষের জন্য কাজ করেছিলেন। সমাজের দরিদ্র, নিপীড়িত মানুষের জন্য কাজ করতেন মাদার।”
“মাদারের দূরদর্শিতার জন্য মানুষ ওনাকে মনে রাখবেন,” বলেন মুখ্যমন্ত্রী।
আগামী ৪ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে ক্যাথলিক চার্চে মাদার টেরেসাকে ‘সন্ত’ উপাধি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার এক প্রতিনিধি দল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
মাদার টেরেসা স্মরণে নন্দনে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ২৩টি ফিল্ম এখানে দেখানো হবে। ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।