December 27, 2017
Modern technology to determine water levels in dams

The State Government, on the instructions of Chief Minister Mamata Banerjee, has decided to take the help of technology to determine the exact amount of water in the dams across the state.
The current system is manual. Now that will become easier with the help of technology. Through satellite images, CCTV system at dams and barrages, sensor systems and radio frequencies, it will be possible to determine the detailed data related to water flow in rivers and levels of water in reservoirs, which will be conveyed to a joint control room.
From this control room, accurate data will be communicated to officials of the Irrigation Department and other departments wherever required in the state, so that adequate relief measures can be taken in advance. Data on how much water has been released by dams in neighbouring states into rivers, which flow into Bengal, will also be shown on the giant monitors in the control room.
বাঁধে কত জল, বলবে প্রযুক্তিই
যথাসময়ে নদী ও বাঁধের জলস্তরের হালহকিকত জানতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজ্যের সেচ দপ্তর। এখন কাজ হয় মনুষ্যচালিত ব্যবস্থায়। এ বার স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে ওই দপ্তর।
কী ভাবে তথ্য দেবে নতুন প্রযুক্তি? এই ব্যবস্থায় উপগ্রহ-চিত্র, সিসিটিভি, সেন্সর সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন নদীতে জলপ্রবাহের গতিপ্রকৃতি, ব্যারাজে জল ওঠানামার ছবি ও তথ্য উঠে আসবে কন্ট্রোল রুমের জায়ান্ট স্ক্রিনে। পড়শি রাজ্য কোনও বাঁধ থেকে জল ছাড়লে কোন নদ বা নদীর জলস্তর কতটা বাড়ছে, কোথায় লাল, কোথায় হলুদ সঙ্কেত দেওয়া হয়েছে— তা-ও দেখা যাবে ওই জায়ান্ট স্ক্রিনে। আবার নদীর পাড় কোথায় কতটা ভাঙছে, সেই ছবিও দেখা যাবে কন্ট্রোল রুমে বসে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সব ব্যারাজ ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে, বলেন সেচমন্ত্রী। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করার জন্য প্রথম পর্যায়ে প্রায় ৩৫ বছরের পুরনো তিস্তা ব্যারাজে কাজ শুরু হয়েছে। এ বার তিস্তার পাশাপাশি দুর্গাপুর ও তিলপাড়া ব্যারাজ এবং কংসাবতী, তিলপাড়া বাঁধেও পর্যায়ক্রমে নতুন প্রযুক্তির মাধ্যমে যথাসময়ে যাবতীয় তথ্য সংগ্রহের বন্দোবস্ত হচ্ছে।
Source: Anandabazar Patrika