সাম্প্রতিক খবর

নভেম্বর ৪, ২০১৯

বাণিজ্যিক পর্যটনে এগিয়ে বাংলা

বাণিজ্যিক পর্যটনে এগিয়ে বাংলা

উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা, বহুসংখ্যক পাঁচ তারা হোটেলের অবস্থান এবং আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের দৌলতে বাংলায় বাণিজ্যিক পর্যটন উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। বাণিজ্যিক পর্যটন মাইস ট্যুরিজম নামেও পরিচিত।

কলকাতার সংলগ্ন নিউটাউনে বিশাল বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আছে প্রচুর হল এবং অন্যান্য আধুনিক পরিকাঠামো। এর ফলে তারা সাফল্যের সঙ্গে ব্যাবসা করে চলেছে। ২০২০ সালের জন্য ইতিমধ্যেই মিলেছে ৪৬টি অগ্রীম বুকিং।

কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে বিলাসবহুল হোটেলের কামরার সংখ্যা খুব অল্প সময়ে বেড়ে ৫ হাজার হয়েছে। কলকাতা সবসময় তার হেরিটেজ, সংস্কৃতি, শিক্ষা ও বন্ধুসুলভ আচরণের জন্য পরিচিত। শহরে হোটেল বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার এইসকল বৈচিত্র কলকাতাকে জনপ্রিয় বাণিজ্যিক পর্যটন কেন্দ্র করে তুলছে।

পরিকাঠামো ছাড়াও নিউটাউন হল তথ্য প্রযুক্তি, আর্থিক ও শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। এছাড়াও নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সন্নিকটে।

কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য জায়গাগুলি দ্রুতগতিতে উন্নত হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে। বেসরকারি সংস্থাগুলি ব্যবসার জন্য পাচ্ছে বিশেষ সুবিধা রাজ্য সরকারের শিল্পমুখী নিয়ম কানুনের সৌজন্যে।

গত কয়েক বছরে শিলিগুড়িতেও সফল বাণিজ্য হচ্ছে। এছাড়া দীঘাতেও এক অন্যতম সেরা কনভেনশন সেন্টার তৈরী করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেন্টারের নাম দিয়েছেন দীঘাশ্রী বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। আশা করা হচ্ছে এই দীঘাশ্রীও বাংলার বাণিজ্যিক পর্যটনে সাফল্যের ছাপ রাখবে খুব শীঘ্রই।