July 4, 2016
NREGA: West Bengal surpasses target of person-days

West Bengal has created more than six crore person-days of work over and above the target set for the financial year 2015-16, under MGNREGS.
This was revealed in the performance report for the project, titled ‘Performance, Initiatives and Strategies FY 2015-16 and FY 2016-17,’ released recently by the Union Ministry of Rural Development.
The State created 28,65,000 person-days of work under MGNREGS, also known as the 100 Days Work Scheme, during the last financial year, which was almost six crore above the target of 22,19,000.
The scheme is meant to create permanent infrastructure in rural regions, including the building and maintenance of roads, irrigation dams and water canals, planting of trees, building of permanent toilets, anganwadi centres, etc.
একশো দিনের কাজে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল বাংলা
২০১৫-১৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে (এমএনআরইজিএস) লক্ষ্যমাত্রার থেকে ছ’কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জারি পারফরম্যান্স রিপোর্ট থেকে এই তথ্য জানা যাচ্ছে।
পারফরম্যান্স রিপোর্টে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, লেবার বাজেটের তুলনায় অতিরিক্ত শ্রমদিবস সৃষ্টি করেছে রাজ্য সরকার।
২০১৫-১৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য একশো দিনের প্রকল্পে ২২ কোটি ১৯ লক্ষ শ্রমদিবস মঞ্জুর করেছিল কেন্দ্র। এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গের একশো দিনের প্রকল্পে শ্রমদিবস সৃষ্টি হয়েছে ২৮ কোটি ৬৫ লক্ষ। এটা লেবার বাজেটের ১২৯ শতাংশ। ২০১৪-২০১৫ আর্থিক বছরে ১৬ কোটি ৯৬ লক্ষ শ্রমদিবস একশো দিনের প্রকল্পে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এক বছরের মধ্যে রাজ্য প্রায় ১২ কোটির বেশি শ্রমদিবস সৃষ্টি করতে পেরেছে।
২০১৫-২০১৬ আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
এই প্রকল্পের আওতায় গড়ে প্রতি পরিবার কাজ পেয়েছে ৪৬ দিন। প্রত্যেকের মজুরি ১৬৯ টাকা।
এই প্রকল্পের মাধ্যমে গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। সড়ক ও সেচ বাঁধ নির্মাণ, জলাশয় সৃষ্টি ও সংস্কার, বনসৃজন প্রভৃতির পাশাপাশি গ্রামের বাড়িতে শৌচাগার তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ প্রভৃতি প্রকল্প এর আওতায় আসার পরিকল্পনা রয়েছে।