July 21, 2016
Message of 21 July: Always be at the side of the people

At today’s 21 July Martyrs Day rally, senior Trinamool leadership asked party workers and supporters to always be by the side of the people and maintain discipline.
Here are the excerpts of their speeches:
Subrata Bakshi:
For 23 long years Mamata Banerjee has been observing Martyrs Day on 21 July. She against the misrule and oppression of CPI(M) even when she was alone. Our next target is Tripura.
Sudip Bandyopadhyay:
We got 211 seats because people received fruits of development from Trinamool. Bengal has become a model for rest of India.
Abhishek Banerjee:
The turnout today shows that even two Brigades would have been less for this 21 July Sahid Dibas rally.In November 2014, BJP had called for “Bhaag Mamata Bhaag” from this location. They have been decimated by people. MLAs of Bishnupur and Gajole have joined us today. Congress cannot manage its own house and wants to fight Didi.
Partha Chatterjee:
We have to reach out to people, maintain discipline. There is no place for the errant in Trinamool Congress.
Suvendu Adhikari:
Development has won, smear campaign and conspiracies have been defeated in 2016 Assembly election.
২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মানুষের পাশে থাকার বার্তা
আজ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সিনিয়র তৃণমূল নেতারা দলের কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিয়েছেন।
সুব্রত বক্সি
দীর্ঘ ২৩ বছর ধরে ২১শে জুলাই পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের অত্যাচারের বিরুদ্ধে তিনি একা লড়াই করেছেন। আমাদের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা।
সুদীপ বন্দ্যোপাধ্যায়
আমরা ২১১টি আসন পেয়েছি কারণ মানুষ তৃণমূলের উন্নয়নের ফল পেয়েছেন। বাংলা এখন ভারতের একটি মডেল হয়ে উঠেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজকের এই বিপুল জনসমাগম দুটি ব্রিগেডের সমাবেশের সমান। ২০১৪ সালের নভেম্বরে বিজেপি এখান থেকে বলেছিল ‘ভাগ মমতা ভাগ’। মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে। বিষ্ণুপুর ও গাজলের এর বিধায়ক আজ যোগদান করেছে। কংগ্রেস নিজের ঘর সামলাতে পারে না তারা দিদির সাথে লড়াই করতে এসেছে।
পার্থ চট্টোপাধ্যায়
আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যারা অন্যায় করবে তাদের তৃণমূলে কোন জায়গা নেই।
শুভেন্দু অধিকারী
উন্নয়নের জয় হয়েছে। ২০১৬র বিধানসভা নির্বাচনে কুৎসা ও অপপ্রচার পরাজিত হয়েছে।