সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৭, ২০১৯

মাছের উৎপাদন বাড়াতে ‘মীন মিত্র’ নিয়োগ করবে পঞ্চায়েত দপ্তর

মৎস্য চাষিদের পাশে দাঁড়াতে জেলায় জেলায় ‘মীন মিত্র’ নিয়োগ করবে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এর মাধ্যমে মাছ চাষের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ দেবেন। রাজ্যে মাছের উৎপাদন বাড়ানো এবং বিপণনে সাহায্য করবে এনারা। এই প্রকল্পে প্রাথমিক ভাবে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এতদিন এই কাজটা দেখত মূলত রাজ্য মৎস্য দপ্তর এবং তাদের সহযোগী সংস্থা রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এ বার সে কাজের ভাগীদার হচ্ছে পঞ্চায়েত দপ্তরও।

মাছের উৎপাদন বাড়াতে চলতি বছরে মোট ১৬৪ জন মীন মিত্র নিয়োগ করা হবে। পাইলট প্রজেক্ট হিসেবে শুরুতে রাজ্যের ন’টি জেলায় পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে মৎস্য উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।

মাছ চাষের অভিজ্ঞতা রয়েছে এমন লোকেদেরই মীন মিত্র পদে নিয়োগ করা হবে। তাঁরা গ্রামে গ্রামে গিয়ে পুকুরের মাটি ও জল পরীক্ষা করবেন। কী ভাবে মাছ চাষ করতে হয়, সে ব্যাপারে মৎস্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পরামর্শ দেবেন। মাছের কোন রোগ দেখা দিলে তার প্রতিকারের ব্যবস্থা কী ভাবে করতে হবে, তা-ও জানাবেন তারা। এক কথায় মীন মিত্ররা সরকারের প্রতিনিধি হিসেবে মাছ চাষিদের বিপদে আপদে পাশে দাঁড়াবেন।

সৌজন্যে: এই সময়

ফাইল ফটো